×

জাতীয়

উপজেলায় শেষ ধাপের ভোট কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১১:২৭ এএম

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদের নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। গত শনিবার মধ্যরাতে নির্বাচনের সব ধরনের প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচন কমিশনও (ইসি) সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইসি কর্মকর্তারা জানান, ভোটের ৩২ ঘণ্টা আগে সব ধরনের প্রচার-প্রচারণা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গত শনিবার রাত ১২টার পর থেকে প্রচার-প্রচারণায় নিষেধাজ্ঞা রয়েছে। যদিও শেষ ধাপের ভোট নিয়ে নানা অভিযোগ রয়েছে। একজন এমপির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে ইসি। এ বিষয়ে ইসি সচিব মো. আলমগীর বলেন, উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বিতর্কিত ওসিদের প্রত্যাহার করা হয়েছে। একজন প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। একজন এমপির বিরুদ্ধে মামলার নির্দেশনাও দিয়েছে ইসি। এদিকে নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। আজ ভোটকেন্দ্র ব্যালট পেপারসহ নির্বাচনী মালামাল পাঠানো হবে। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, শেষ ধাপে ৪টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হবে। এর আগে চতুর্থ ধাপে ৩১ মার্চ ছয়টি উপজেলায় এবং ২৪ মার্চ তৃতীয় ধাপে চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইতোমধ্যে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে ৪শ’ উপজেলায় ভোট হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App