×

খেলা

উইন্ডিজের বিপক্ষে আজ টাইগাররাই ফেভারিট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১১:১৭ এএম

এক সপ্তাহ বিরতির পর আজ ফের মাঠে নামছে বাংলাদেশ দল। ম্যাচটিতে টাইগারদের প্রতিপক্ষ দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন উইন্ডিজ। এই ম্যাচটি বাংলাদেশের জন্য মহাগুরুত্বপূর্ণ। আমি আগেই বলেছি চারটি দলকে অবশ্যই হারানোর লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছে আমাদের ক্রিকেটাররা। এই চারটি দলের মধ্যে নিঃসন্দেহে উইন্ডিজ একটি। শ্রীলঙ্কার বিপক্ষেও পুরো ২ পয়েন্ট পাওয়ার লক্ষ্য ছিল স্টিভ রোডসের শিষ্যদের। কিন্তু সেটা সম্ভব হয়নি। বৃষ্টি সব ভেস্তে দিয়েছে। আশা করি আজকের ম্যাচে বৃষ্টি বাধা হয়ে দাঁড়াবে না। আগেই বলেছি আজকের ম্যাচটি আমাদের দলের জন্য মহাগুরুত্বপূর্ণ। আমি বলব এই ম্যাচে কিছুতেই হারা যাবে না। পয়েন্ট টেবিলের এখন যে হালচাল তাতে শেষ চারের টিকেট পেতে অন্তত ১১ পয়েন্ট পেতে হবে। বাংলাদেশ দলের নামের পাশে এখন রয়েছে ৩ পয়েন্ট। ম্যাচ অবশিষ্ট আছে ৫টি। এরমধ্যে ৪টি জিতলে তবেই ১১ পয়েন্ট হবে মাশরাফির দলের। তাই আজকের ম্যাচটি হারলে জিততে হবে পরের চার ম্যাচের সবকটিতেই। যেখানে প্রতিপক্ষ হিসেবে আছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তান। এক্ষেত্রে আফগানিস্তান ও পাকিস্তানকে হারানো সহজ হলেও ভারত ও অস্ট্রেলিয়া বাংলাদেশের তুলনায় প্রতিপক্ষ হিসেবে যথেষ্ট কঠিন। ম্যাচটি গুরুত্বপূর্ণ। জয় পাওয়াটা আবশ্যক। তবে চাপ নেয়া যাবে না। কারণ এতে হিতে বিপরীত হতে পারে। আমরা জানি যে উইন্ডিজ যে কোনো পরিস্থিতিতে চাপমুক্ত ক্রিকেট খেলে। তাই আমরা যদি চাপে থাকি তবে জেসন হোল্ডারের দল এর সুযোগ নেবে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ার পরের দুইদিন ক্রিকেটাররা অফিসিয়ালি ছুটি কাটানোর সুযোগ পেয়েছেন। আমার মনে হয় ছুটির আমেজে চাঙা থেকে আজকের ম্যাচে পারফর্ম করতে সহায়তা করবে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। আজকের ম্যাচের মাঠটি ছোট। এটাও আমাদের জন্য ভাবার বিষয়। জেসন হোল্ডারের নেতৃত্বাধীন দলটিতে বেশ কয়েকজন আগ্রাসী ব্যাটসম্যান রয়েছেন। ক্রিস গেইল, আন্ড্রে রাসেল, এভিন লুইস, কার্লোস ব্র্যাথওয়েটরা ব্যাট হাতে ঝড় তুললে তাদের থামানো কঠিন। আর মাঠ ছোট হওয়ার কারণে বাড়তি সুবিধা পাবে ক্যারিবীয়রা। উইন্ডিজ ব্যাটসম্যানরা জায়গায় দাঁড়িয়ে তুলে মারলেই বল বাউন্ডারি পার হবে। কিন্তু আমাদের দলে এরকম বিগ হিটার কম। আমি চাইব টিম ম্যানেজমেন্ট যেন মাঠ ও ক্যারিবীয়দের পাওয়ার ক্রিকেট খেলার বিষয়টি মাথায় রেখেই একাদশ সাজায়। আগেই বলেছি এই ম্যাচে একাদশে পরিবর্তন প্রয়োজন। আমাদের দলে একজন দ্রুতগতির পেসার প্রয়োজন। আশা করি রুবেল হোসেনকে আজ একাদশে দেখতে পাব। আগের ম্যাচগুলোতে আমাদের ব্যাটিং লাইনআপ ছিল বেশ লম্বা। আমার মনে হয় না ব্যাটিং লাইনআপ এত লম্বা করার দরকার আছে। সেক্ষেত্রে একজন ব্যাটসম্যান কমিয়ে রুবেল ভাইকে সুযোগ দিয়ে দেখা যায়। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল ক্যারিবীয়দের টানা ৩ ম্যাচে হারিয়েছে। কিন্তু আমার মনে হয় এর প্রভাবটা আজকের ম্যাচে পড়বে না। কেননা এটা বিশ্বকাপের ম্যাচ। তাছাড়া ত্রিদেশীয় সিরিজে গেইল-রাসেলরা খেলেননি। তাই ত্রিদেশীয় সিরিজের কথা ভেবে আত্মতৃপ্তিতে ভুগার কোনো সুযোগ নেই। শক্তিমত্তার বিচারে দুদলই প্রায় কাছাকাছি। তবে আমার দৃষ্টিতে বাংলাদেশই ফেভারিট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App