×

জাতীয়

ইউক্রেন হ্যাকার চক্রের সঙ্গে বাংলাদেশি নেটওয়ার্ক জড়িত!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১২:০২ পিএম

ইউক্রেন হ্যাকার চক্রের সঙ্গে বাংলাদেশি নেটওয়ার্ক জড়িত!
বেসরকারি ব্যাংক ডাচ্-বাংলার এটিএম বুথে জালিয়াতির ঘটনায় ইউক্রেন হ্যাকার চক্রের সঙ্গে বাংলাদেশি নেটওয়ার্ক জড়িত থাকার প্রমাণ পেয়েছে এ মামলার তদন্ত সংশ্লিষ্ট গোয়েন্দারা। গত ৩০ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ৬ সদস্যের ইউক্রেনের হ্যাকার চক্রটি ঢাকায় আসে। ওই দিন শাহজালাল বিমানবন্দরে তাদের রিসিভ করে একজন বাংলাদেশি নাগরিক। যার কারণে গোয়েন্দা কর্মকর্তারা ধারণা করছেন, এটিএম বুথ জালিয়াতির ঘটনায় ইউক্রেন হ্যাকার চক্রের সঙ্গে বাংলাদেশি নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। ইতোমধ্যেই বিমানবন্দরে থাকা সিসি ক্যামেরার ওই ভিডিও ফুটেজ এখন গোয়েন্দাদের হাতে। বাংলাদেশি ওই ব্যক্তিকে হন্যে হয়ে খুঁজছেন গোয়েন্দারা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারলে ইউক্রেনীয় হ্যাকার চক্রের সঙ্গে বাংলাদেশি কারা কারা জড়িত তা জানা যাবে। এদিকে গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার ৬ ইউক্রেনীয় নাগরিক আন্তর্জাতিক হ্যাকার চক্রের সদস্য। বর্তমানে তারা ৬ জনই রিমান্ডে আছে। ইংরেজি না জানায় দোভাষী ব্যবহার করে তাদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দা কর্মকর্তারা। গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা খুবই ধূর্ত প্রকৃতির। বুথ জালিয়াতির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তারা এখনো স্বীকার করেনি। ৯টি এটিএম বুথ থেকে হাতিয়ে নেয়া ১৫ লাখ টাকা কী করেছে সে বিষয়েও মুখ খোলেনি তারা। ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সিসি ক্যামেরার ফুটেজ দেখানো হলেও জড়িত থাকার বিষয়ে তারা অস্বীকার করছে। তারা বলছে, এগুলো আমাদের ছবি না, তোমরা এগুলো ফটোশপ করে বানিয়েছ। এমন কী, আইনজীবীর উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তারা কথা বলছে না। নাম প্রকাশে অনেচ্ছুক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-পূর্ব) এক কর্মকর্তা গতকাল ভোরের কাগজকে বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে জালিয়াতির ঘটনায় ৬ ইউক্রেনীয় নাগরিক ধরা পড়লেও এই হ্যাকার চক্রের সঙ্গে ইউক্রেনের আরো ৩ জন নাগরিক জড়িত আছে বলে আমরা সন্দেহ করছি। তারা ইতোমধ্যেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। তিনি আরো জানান, আগামী ১৮-১৯ জুন এনসিআরের (ন্যাশনাল ক্যাশ রেজিস্টার) ১৪ জনের একটি প্রতিনিধি দল আমাদের কাছে আসবে। তাদের এক্সপার্টদের সঙ্গে আমাদের এক্সপার্টরা বসবে। তারা বুথ জালিয়াতির রহস্য উদ্ঘাটনে এক সঙ্গে কাজ করবে। প্রসঙ্গত, গত ৩০ মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ইউক্রেনীয় হ্যাকার চক্রটি ঢাকায় আসে। এরপর ১ জুন খিলগাঁওয়ের তালতলায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে টাকা তুলতে গিয়ে দেনিস ভেতোমস্কি চক্রের একজন ধরা পড়ে। তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পান্থপথ অলিও হোটেল থেকে ভালোদিমির ত্রিশেনসকি, নাজারি ভজনোক, সের্গেই উকরাইনেতসআলেগ শেভচুক, আলেগ শেভচুক ও ভাটালি কিলিমচুক নামে আরো ৫ ইউক্রেনের নাগরিককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ৬ জনই রিমান্ডে আছে। হ্যাকার চক্রটি খিলগাঁও, কাকরাইল, র‌্যাডিসন, নিকুঞ্জসহ রাজধানীর বিভিন্ন এলাকার ৯টি বুথে হানা দিয়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নেয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App