×

খেলা

আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ১২:৪৪ পিএম

আগস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপ
চলমান একদিনের ক্রিকেট বিশ্বকাপ শেষে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসির নতুন সংযোজন টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই বছরব্যাপী এ টুর্নামেন্ট মাঠে গড়াবে ২২ আগস্ট থেকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ দিয়ে শুরু হবে সাদা পোশাকের শ্রেষ্ঠত্বের লড়াই। আইসিসির এই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ খেলবে ১৪টি টেস্ট। শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, উইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। আইসিসি ইতোমধ্যে এই চ্যাম্পিয়নশিপের পূর্ণ নিয়ম প্রকাশ করেছে। ২০২১ সালের ১০ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আইসিসি কর্তৃক নির্ধারিত দ্বিপক্ষীয় সিরিজগুলোর পয়েন্টের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপ। অংশগ্রহণকারী ৯টি দেশের মধ্যে শীর্ষ দুই দলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী দুই বছর ধরে চলবে ক্রিকেটের সবচেয়ে রাজকীয় এই ফরম্যাটের চ্যাম্পিয়নশিপ। ১২টি টেস্ট খেলুড়ে দেশের মধ্যে অংশ নিবে ৯টি দেশ। বাদ পড়বে জিম্বাবুয়ে ও সবশেষ সংযোজন আয়ারল্যান্ড আর আফগানিস্তান। চ্যাম্পিয়নশিপ চলাকালে নিজেদের মতো করে টেস্ট সিরিজের আয়োজন করতে পারবে দলগুলো। এই দুই বছরে দলগুলোকে কমপক্ষে ১২০ পয়েন্ট পেতে হবে। ২০২১ সালে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দুটি দেশ খেলবে ফাইনাল টেস্ট। ২০১৮ থেকে ২০২৩ সালের এফটিপি ও টেস্ট চ্যাম্পিয়নশিপের বাইরেও দলগুলো ম্যাচ আয়োজন করতে পারবে। ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দুটির প্রথমটি হবে ২২ থেকে ২৬ সেপ্টেম্বর ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় স্যার ভিভ রিচার্ড ক্রিকেট গ্রাউন্ড ও দ্বিতীয়টি আয়োজন করা হবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর জামাইকায় স্যাবিনা পার্কে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App