×

জাতীয়

হবিগঞ্জে বজ্রপাতে নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০৬:৫৮ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে মোশাহিদ মিয়া (৪০) নামে এক জন নিহত ও এক জন আহত হয়েছেন। রোববার (১৬ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত মোশাহিদ মিয়া ওই গ্রামের কাচা মিয়ার ছেলে। আহত কালাই নমশুদ্র একই গ্রামের সাম নমশুদ্রের ছেলে। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মোশাহিদ ও কালাই নমশুদ্র নৌকায় করে তাদের বাড়ির পার্শ্ববর্তী লামার বন্দের গজরাইরা বিলে মাছ শিকার করতে যান। হঠাৎ বজ্রপাতে তারা দু’জন আহত হন। এসময় মোশাহিদ নৌকা থেকে বিলের পানিতে পড়ে যান। আহত কালাইর চিৎকারে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মোশাহিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত কালাইকে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বজ্রপাতে নিহত মোশাহিদ মিয়ার পরিবারকে ১০ হাজার টাকা সরকারি অনুদান দেয়ার কথা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদ বিন হাসান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App