×

খেলা

বিশ্বকাপে পাক-ভারত যত ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১২:০৭ পিএম

বিশ্বকাপে পাক-ভারত যত ম্যাচ
বিশ্বকাপে পাক-ভারত যত ম্যাচ
দ্বাদশ বিশ্বকাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্ব›দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে নানান আলোচনা। ভক্ত, ক্রিকেটবোদ্ধা, সাবেক ও বর্তমান ক্রিকেটার কেউই এই আলোচনার বাইরে নেই। র‌্যাঙ্কিংয়ে এখন ভারতের অবস্থান দুই নম্বরে, আর পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে। এ ছাড়া সাম্প্রতিক পারফরমেন্স ও শক্তিমত্তার বিচারেও এই ম্যাচে ফেভারিট বিরাট কোহলির দল। তা ছাড়া রবি শাস্ত্রীর শিষ্যরা অনুপ্রেরণা পেতে পারেন দুদলের মধ্যকার অতীত রেকর্ড থেকে। বিশ্বকাপে এখনো পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচেও হারেনি ভারত। ওয়ানডে বিশ্বকাপে দুদল এ পর্যন্ত ৬টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে সবকটি ম্যাচেই হেরেছে পাকিস্তান। ভারত ও পাকিস্তান প্রথমবার বিশ্বকাপে মুখোমুখি হয় ১৯৯২ সালে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ওই বিশ্বকাপে পাকিস্তানকে ৪৩ রানে হারায় ভারত। ম্যাচটিতে আগে ব্যাটিং করতে নেমে ভারত মাত্র ২১৬ রান সংগ্রহ করে। জবাবে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৭৩ রানে। এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে মুখোমুখি হয় ভারত-পাকিস্তান। এবারো জেতে ভারত। ম্যাচটি ভারত জেতে ৩৯ রানে। ওই ম্যাচে আগে ব্যাট করে ২৮৭ রান সংগ্রহ করে ভারত। জবাবে পাকিস্তানের ইনিংস থামে ২৫৮ রানে। ১৯৯৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপের ম্যাচে আবারো ভারতের বিপক্ষে হারে পাকিস্তান। ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে ১৯৮২ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। জবাবে পাকিস্তান অলআউট হয় মাত্র ১৮০ রানে। ২০০৩ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে আফ্রিকা মহাদেশের ৩টি দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। সেবার ভারতের বিপক্ষে ম্যাচে আগে ব্যাটিং করে ২৭৩ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৬ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ২০১১ সালের বিশ্বকাপে আবারো ভারতের বিপক্ষে হারে পাকিস্তান। পাঞ্জাবে অনুষ্ঠিত ওই ম্যাচটি ভারত জেতে ২৯ রানে। আগে ব্যাট পাকিস্তানের উদ্দেশে ২৬১ রানের জয়ের লক্ষ্য ছুড়ে দিয়েছিল তারা। এরপর ২০১৫ সালের বিশ্বকাপেও মুখোমুখি হয় দুদল। এবারো অতীতের পুনরাবৃত্তি হয়। অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অনুষ্ঠিত ওই ম্যাচে আগে ব্যাটিং করে ৩০০ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করে ভারতীয়রা। বিপরীতে পাকিস্তানের ইনিংস ২২৪ রানে থামলে ৭৬ রানের বড় ব্যবধানের জয় পায় এম এস ধোনির দল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App