×

খেলা

বালাকোট হামলার আবহে পাক-ভারত দ্বৈরথ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১০:৩৮ এএম

বালাকোট হামলার আবহে পাক-ভারত দ্বৈরথ
ভারত ও পাকিস্তান উপমহাদেশের এই দুই দেশের মধ্যে শত্রু তা ও দ্বন্দ্ব যেন সব সময় লেগেই থাকে। গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলা ও ভারতীয় পাইলট অভিনন্দন বর্তমানের আটক হওয়ার ঘটনা নিয়ে তো দুদলের মধ্যে তৈরি হয়েছিল যুদ্ধ যুদ্ধ ভাব। এর পেছনে অবশ্য আরো নানান কারণ ছিল। বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক। তবুও শুরুতে ওই ঘটনার কথা বলার পেছনে কারণ রয়েছে। ফেব্রুয়ারির এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দিয়েছিল ভারত। তা নিয়ে নাটকীয়তা কম হয়নি। তবে শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে। আর বহুল প্রত্যাশিত ম্যাচটি মাঠে গড়াচ্ছে আজ। দ্বাদশ বিশ্বকাপের আজকের ম্যাচে মাঠে নামছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ম্যাচটির ভেন্যু ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড স্টেডিয়াম। ফুটবলে যেমন ব্রাজিল-আর্জেন্টিনা, ক্রিকেটে তেমন ভারত-পাকিস্তান। এই দুদলের ম্যাচ থাকলে কথার লড়াই শুরু হয়ে যায় সর্বত্র। অতীতের মতো এবারো চলছে এই কথার লড়াই। ক্রিকেটবোদ্ধা, দুদলের সাবেক ও বর্তমান ক্রিকেটার কেউই এ লড়াইয়ের বাইরে নেই। আর গণমাধ্যমগুলো যেন একধাপ এগিয়ে আছে। দুই দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে গত কয়েকদিন ধরেই প্রচার হচ্ছে পরস্পরকে খোঁচা দিয়ে নির্মিত বিজ্ঞাপন। ক্রিকেটপ্রেমীদের আলোচনায়ও প্রাধান্য পাচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধ। এই যুদ্ধ সীমানার দখল নেয়া কিংবা অন্য কোনো রাজনৈতিক কারণে নয়, এ যুদ্ধ ক্রিকেটের, যা হবে ২২ গজের পিচে। পাকিস্তানের বিপক্ষে মহারণের আগে অবশ্য মানসিকভাবে বেশ চাঙ্গা আছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা বিরাট কোহলির দল জয় পেয়েছে তাদের দ্বিতীয় ম্যাচেও। ওই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৩৬ রানে হারিয়েছে রবি শাস্ত্রীর শিষ্যরা। আর ভারতের তৃতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল নিউজিল্যান্ড। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে এখন টেবিলের চতুর্থ স্থানে আছে ভারত। অন্যদিকে উইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের হার দিয়ে পাকিস্তানের বিশ্বকাপ অভিযান শুরু হয়। পরের ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে ছন্দে ফেরে সরফরাজ আহমেদের দল। নিজেদের তৃতীয় ম্যাচে মিকি আর্থারের শিষ্যদের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ম্যাচটি পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। পরের ম্যাচে অজিদের বিপক্ষে ৪১ রানে হারে তারা। ৪ ম্যাচে এখন তাদের পয়েন্ট ৩। রয়েছে পয়েন্ট টেবিলের ৮ নম্বরে। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামার আগে এসব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ। গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটির কথা আলাদা। আমাদের সমর্থকরা সবকিছু ক্ষমা করবে কিন্তু ভারতের বিপক্ষে হারলে সেটা তারা কিছুতেই মেনে নেবে না। আমার দলের ক্রিকেটাররা ম্যাচটিতে তাদের সেরাটা দেয়ার জন্য প্রস্তুত। আশা করি, আমরাই জিতব। ভারতের অধিনায়ক বিরাট কোহলিও যে কোনো মূল্যে হারাতে চান পাকিস্তানকে। তার মতে, বিশ^কাপে পাকিস্তানের বিপক্ষে আমাদের অতীত রেকর্ড ভালো। সাম্প্রতিক ফর্মের বিচারেও এখন আমরা তাদের চেয়ে এগিয়ে আছি। সবাই আমাদের ফেভারিট মানছে। কিন্তু আমি নিজেদের ফেভারিট মানতে নারাজ। আমি জানি তারা লড়াইয়ের জন্য প্রস্তুত। মনে হচ্ছে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু আমি ও আমার সতীর্থরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। কোহলিদের কাছে এই ম্যাচটি তাই প্রতিশোধের মিশন। র‌্যাঙ্কিংয়ে এখন দুদলের মধ্যে বিস্তর ফারাক। ভারতের অবস্থান যেখানে দ্বিতীয় স্থানে সেখানে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ৬ নম্বরে আছে পাকিস্তান। দুদল এখন পর্যন্ত ১৩১টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। এর মধ্যে ভারতের ৫৪ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ৭৩টি ম্যাচে। অবশিষ্ট ৪টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। বিশ্বকাপে এখন পর্যন্ত ভারতকে একবারো হারাতে পারেনি পাকিস্তান। দুদল বিশ্বকাপে এ পর্যন্ত ৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে সবকটি ম্যাচই জিতেছে ভারত। ইমরান খান-ওয়াসিম আকরামদের উত্তরসূরিরা কি এবার পারবে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়তে উত্তরটা জানতে চোখ রাখতে হবে আজকের ম্যাচটির দিকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App