×

জাতীয়

ফের রাজনীতির মাঠে নামতে প্রস্তুত বিদিশা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১১:১৭ এএম

ফের রাজনীতির মাঠে নামতে প্রস্তুত বিদিশা
রাজনীতির মাঠে আবারো ফিরতে চান সাবেক রাষ্ট্রপতি ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। নেতাকর্মী ও সমর্থকরা চাইলে আগের মতোই এরশাদ প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জাতীয় পার্টির (জাপা) গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত তিনি। সর্বোতভাবে সহযোগিতা করতে চান পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে। বর্তমানে সেই অপেক্ষাতেই আছেন। গতকাল শনিবার ভোরের কাগজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন ইচ্ছের কথা জানিয়েছেন বিদিশা। এতদিন পর কেন আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছে হলো? এমন প্রশ্নের জবাবে বিদিশা বলেন, এক সময় এরশাদ সাহেবের পাশে থেকে পার্টির রাজনীতির গভীর হিসাব-নিকাশ জেনেছি, বুঝেছি। প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্বও পালন করেছি। কিন্তু তিনি তো এখন অসুস্থ। বাসা আর হাসপাতালে চিকিৎসা সেবার মধ্যেই থাকতে হচ্ছে। তাই নেতাকর্মী ও সমর্থকদের অনেকেই চান আমি যেন এই সময়ে পার্টির পাশে দাঁড়াই। ভোরের কাগজ : কীভাবে আসতে চান? বিদিশা : নেতাকর্মী আর সমর্থকরা যেভাবে চাইবেন। জিএম কাদের সাহেব যেমন একজন মেধাবী নেতা, তেমনি অত্যন্ত ভালোমনের মানুষ। তিনি ডাকলে তাকে একান্তভাবে সহযোগিতা করতে চাই। পার্টির কল্যাণে অনেক কিছু করার ইচ্ছে আছে। ভোরের কাগজ : জাপায় এরশাদপন্থি আর রওশনপন্থিদের বলয় নিয়ে বেশ আলোচনা আছে। আপনি কোন বলয়ে? বিদিশা : তারা তো দুজনেই বয়স্ক, অসুস্থ। পৃথক বাসায় থাকছেন। এরশাদ সাহেবের চারপাশে এত মানুষ, অথচ সেবা করার কাউকে দেখা যায় না প্রেসিডেন্ট পার্কে। বলয় নয়- নতুন নেতৃত্বে প্রবীণ আর তারুণ্যের সম্মিলন দেখতে চাই। ভোরের কাগজ : দেশের রাজনীতিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে। সে ক্ষেত্রে জাপায় ভাই জিএম কাদেরের পর এরশাদের সন্তান এরিখের আগমনের সম্ভাবনা কতটুকু? বিদিশা : জিএম কাদেরের পর এরিখই একমাত্র উত্তরসূরি। ধারা অব্যাহত থাকলে কাদেরের পর এরিখের নামই আসে। তবে সে এখন আইন নিয়ে পড়ছে। রাজনীতিতে আসবে কিনা সেটা আমার পক্ষে বলা সম্ভব নয়। সময় এলে সে তার সিদ্ধান্ত নেবে। ভোরের কাগজ : এরশাদবিহীন জাপার কথা ভাবা যায়? সাংগঠনিক কাঠামোতে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে? বিদিশা : সেটা তো সময়ই বলবে। সে সময় তো এখনো আসেনি। তবে প্রয়োজন হলে সবার মতামতের ভিত্তিতে জিএম কাদেরই সিদ্ধান্ত নেবেন। ভোরের কাগজ : আপনি তো সংসার জীবন আর রাজনীতির অনেক চড়াই উৎরাই পেরিয়ে এসেছেন। সেই ২০০৫ সাল থেকে একাই লড়ছেন। জীবন নিয়ে কী মূল্যায়ন? বিদিশা : ১৪ বছরেই তো বিদেশে পাড়ি দিতে হয়েছিল। দেশে ফিরে ঘটনা চক্রে রাজনীতির মাঠে হাঁটতে হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবে আমার সৌভাগ্য, মানুষ আমাকে মনে রেখেছে। গণমাধ্যমও পাশে থেকেছে। মানুষের সেবা আর কল্যাণেই তো নিজেকে উৎসর্গ করেছি। প্রতিষ্ঠা করেছি বিদিশা ফাউন্ডেশন। কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানও পরিচালনা করছি। বলা যায় সংগ্রামের মধ্যেই আছি। ভোরের কাগজ : আপনার বাবা প্রখ্যাত কবি ও কথা সাহিত্যিক অধ্যাপক আবু বকর সিদ্দিক। শৈশব থেকেই ছিলেন শিল্প-সংস্কৃতির সঙ্গে। আপনার আত্মজীবনীমূলক বই ‘শত্রু র সঙ্গে বসবাস’ আর ‘স্বৈরাচারের প্রেমপত্র’ অনেক আলোচিত। আর কিছু লিখছেন? বিদিশা : বাবার কারণে ছোট বেলাতেই বিখ্যাত কবি-সাহিত্যিকের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছে। লেখালেখিতে যা প্রেরণা হয়ে আছে। আজো লিখতে চাই। গল্পসহ কয়েকটি লেখাও প্রস্তুত করেছি। তবে বই আকারে প্রকাশ করা হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App