×

খেলা

ধোনির মহানুভবতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০১:০৮ পিএম

ধোনির মহানুভবতা
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ ভারত-পাকিস্তান। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। তাই এ ম্যাচের টিকেট পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছেন ক্রিকেটপ্রেমীরা। তবে পাকিস্তানের এক ভক্তকে হাইভোল্টেজ এই ম্যাচের টিকেট দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানি এই সমর্থক মোহম্মদ বশিরের সঙ্গে ধোনির ভালো সম্পর্ক রয়েছে। এর আগে ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সেমিফাইনালে লড়েছিল ভারত ও পাকিস্তান। ওই ম্যাচের টিকেট পাচ্ছিলেন না পাকিস্তানি সমর্থক মোহম্মদ বশির। ঠিক ওই সময় যুক্তরাষ্ট্রের শিকাগো নিবাসী এই ব্যবসায়ীকে টিকেট পাইয়ে দিয়েছিলেন ধোনি। সেদিন থেকে ভারতের উইকেটরক্ষক ব্যাটসম্যানের বড় ভক্ত হয়ে যান চাচা শিকাগো খ্যাত বশির। আজ ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে মাঠের লড়াইয়ে নামবে ভারত-পাকিস্তান। তার আগেই ধোনির টানে সুদূর শিকাগো থেকে ইংল্যান্ডের ম্যানচেস্টারে হাজির ৬৩ বছর বয়সী বশির। কিন্তু তিনি আগে থেকে ম্যাচের টিকেট সংগ্রহ করেননি। কারণ তার বিশ্বাস ছিল, ধোনি ঠিকই তার টিকেটের ব্যবস্থা করে দেবে এবং সেটিই হয়েছে। বশিরের ইংল্যান্ডে আসার খবর শুনেই তার জন্য টিকেটের ব্যবস্থা করে দিয়েছেন ভারতীয় তারকা। গত শুক্রবার ম্যানচেস্টারে ভারতের টিম হোটেলে ধোনির সঙ্গে দেখা করেন মোহম্মদ বশির। এ সময় টিকেট নেয়ার পাশাপাশি ধোনির সঙ্গে সেলফিও তোলেন বশির। টিকেট পেয়ে ৬৩ বছর বয়সী বশির বলেন, এখানে এসে দেখলাম, মানুষ ৮০০-৯০০ পাউন্ড দিয়ে এই ম্যাচের টিকেট কিনছে। যা কিনা এখান থেকে শিকাগোতে ফেরার টিকেটের সমমূল্য। কিন্তু দেখেন, আমি বিনামূল্যেই পেয়ে গেছি। টিকেটের জন্য আমাকে কোনো কষ্টই করতে হয়নি। ধোনিকে ধন্যবাদ। এ ছাড়াও ম্যানচেস্টারে পৌঁছে পাকিস্তানের টিম হোটেলে গেছেন বশির। সেখানে সরফরাজ আহমেদ, মোহম্মদ আমিরদের সঙ্গেও দেখা করেছেন তিনি। শোয়েব মালিক ও সানিয়া মির্জার সঙ্গে সেলফি তুলেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App