×

আন্তর্জাতিক

তীব্র তাপদাহে বিহারে ৪০ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ০২:১৯ পিএম

তীব্র তাপদাহে বিহারে ৪০ জনের মৃত্যু
তীব্র তাপদাহে ভারতের বিহারে ৪০ জনের মৃত্যু হয়েছে। এনডিটিভির খবরে তা বলা হয়েছে। শনিবার রাজ্যটির আওরঙ্গাবাদ, গয়া ও নাওয়াদা জেলায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে শুধু আওরঙ্গাবাদ জেলায় ২৭ জনের মৃত্যু হয়েছে। আওরঙ্গাবাদের একটি হাসপাতালের চিকিৎসক ডা. সুরেন্দ্র প্রাসাদ সিং জানান, এই জেলার বিভিন্ন হাসপাতালে অনেক লোক চিকিৎসাধীন। যারা মারা গেছেন তাদের সবাই উচ্চ-তাপমাত্রাজনিত জ্বরে ভুগছিলেন। গয়ায় হিট স্ট্রোকে ১২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর ভারতের অধিকাংশ অঞ্চলের বাসিন্দারা তীব্র তাপদাহ মোকাবিলা করছে। এরই মধ্যে উত্তর ভারতের চারটি শহর- রাজধানী দিল্লি, রাজস্থানের চুরু এবং উত্তর প্রদেশের বানডা ও এলাহাবাদের তাপমাত্রা ৪৮ সেলসিয়াস ছাড়িয়ে গেছে। চলতি মাসের ২ জুন চুরুতে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App