×

জাতীয়

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' ৩ মাদক কারবারি নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১০:৪৬ এএম

কক্সবাজারের টেকনাফের শামলাপুরের দুর্গম পাহাড়ি এলাকা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ তিন মাদক কারবারি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা, চারটি আগ্নেয়াস্ত্র (এলজি) ও ২১ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। আজ রোববার (১৬ জুন) ভোর রাতে টেকনাফের শামলাপুর দূর্গম পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার পৌরসভার চৌধুরী পাড়ার দিল মোহাম্মদ (৪২), একই এলাকার ইউনূছের ছেলে রাশেদুল ইসলাম (২২) ও চট্টগ্রামের আমিরাবাদের মাস্টারহাট এলাকার আবুল কাশেমের ছেলে শহিদুল ইসলাম (৪২)। র‌্যাবের দাবি এ ঘটনায় জাহাঙ্গীর ও সোহেল নামে র‌্যাবের দু'জন সদস্য আহত হয়েছেন। র‌্যাব ১৫ এর উইং কমান্ডার আজিম আহমেদ এ সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদেরর ভিত্তিতে রাতে ইয়াবা সহ শহিদুলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জানা যায়, শামলাপুর গহিন অরণ্যে একটি বিশাল ইয়াবার লেনদেন করবে। এ খবর পেয়ে র‌্যাবের একটি দল টেকনাফে শামলাপুর পাহাড়ি এলাকায় ইয়াবা উদ্ধারে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্য়ায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে ঘটনাস্থল থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ, এক লাখ ৪০ হাজার ইয়াবা, চারটি দেশীয় তৈরি বন্দুক ও ২১ রাউন্ড গুলি উদ্ধার করে। গত রাতে ১ লাখ ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। নিহতেরা হলেন এই সিন্ডিকেটের অন্তর্ভূক্ত। পাশপাশি এরা হলেন সৌদি আরব ভিত্তিক সিন্ডিকেট করে ইয়াবা পাচার করে আসছিলেন। তাদের এ বিশাল সিন্ডিকেটদের র‌্যাব দীর্ঘদিন খুঁজছিল। বন্দুকযুদ্ধে নিহত তিনজনই তালিকাভুক্ত ইয়াবা কারবারি। ময়না-তদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App