×

খেলা

অনুশীলনে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০১৯, ১১:৪৪ এএম

অনুশীলনে টাইগাররা
উইন্ডিজের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গতকাল প্রথমবারের মতো টনটনে অনুশীলন করেছে স্টিভ রোডসের শিষ্যরা। তবে টনটনের কাউন্টি গ্রাউন্ডে অনুশীলনের সময় ঘটেছে কিছু ঘটনা। যেমন ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। আবার নেট বোলারের বাউন্সে ছোটখাটো আঘাত পেয়েছেন বাংলাদেশ দলের মিডল অর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। ওদিকে নেটে খেলা সাইফউদ্দিনের একটি শটে আহত হয়েছেন নেট বোলার। একের পর এক ইনজুরি শঙ্কার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। বৃষ্টির কারণে গত ২ দিন মাঠে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। গতকাল টনটনের স্থানীয় সময় সকাল ১০টায় সমারসেট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করে টাইগাররা। অনুশীলনে উপস্থিত ছিলেন দলের সব খেলোয়াড়। দলের সবাই একসঙ্গে আত্মতৃপ্তি পাওয়ার মতো অনুশীলন করেছেন টনটনের কাউন্টি গ্রাউন্ডে। নিজেদের ঝালিয়ে নিতে প্রথমে ফুটবল নিয়ে শরীর গরম করে টাইগাররা। সেখানে ছিলেন বিশ^সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনিও যোগ দিয়েছেন সেই ফুটবল খেলায়। এরপর তিনি যোগ দিলেন ফিল্ডিং অনুশীলনেও। দলের ক্রিকেটারদের সঙ্গে বেশ কিছুক্ষণ ক্যাচ প্র্যাকটিস করেছেন। ফিল্ডিং অনুশীলনের পর নেটে ব্যাটিং করতে নামেন সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। মোস্তাফিজ ও মেহেদী হাসান মিরাজ নেটে বোলিং করছিলেন। তবে দলের জন্য দুসংবাদ হতে যাচ্ছিলেন মুশফিক। একটি বল মোকাবেলা করতে গিয়ে হঠাৎ মুশফিকের ডান হাতের কব্জির নিচে গিয়ে লাগে। সঙ্গে সঙ্গে মুশফিককে নিয়ে যাওয়া হয় ড্রেসিংরুমে। সেখানে চলে তার হাতের শুশ্রষা। বরফ দেয়া হয় আহত স্থানে। তবে বাংলাদেশ দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, মুশফিকুরের ইনজুরি গুরুতর নয়। শঙ্কারও কিছু নেই। এ ছাড়া সাইফউদ্দিনের একটি শটে আহত হয়েছেন নেট বোলার। ওই বোলারের নাম রেনাল। তিনি সাইফউদ্দিনকে নেটে বল করছিলেন। তার বলে সাইফউদ্দিন যে শট খেলে তা রেনালের কান বরাবর গিয়ে লাগে। ভালো রকমের আঘাত পান রেনাল। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বাংলাদেশ দল গতকাল দুই ভাগে বিভক্ত হয়ে অনুশীলনে আসে। প্রথম ভাগে একদল ওয়ার্ম আপ করে নেটে নেমে পড়েন। দ্বিতীয় ভাগে কয়েকজন এসে শুরু করেন ওয়ার্ম আপ। মাঠের আকার নিয়েও টাইগাররা একটা ভালো ধারণা পেয়েছে। আজও টনটনে অনুশীলন করবে বাংলাদেশ দল। শেষবারের মতো সাজিয়ে নেবে পরিকল্পনা। টনটনের বাউন্ডারি কিছুটা ছোট। তবে সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে মুখিয়ে আছেন টাইগাররা। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ দলও টনটনে এসে পৌঁছেছে। তবে তারা এখনো অনুশীলন শুরু করেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App