×

আন্তর্জাতিক

ভারতে তীব্র তাপদাহে ৩৬ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০৫:৪৩ পিএম

ভারতে তীব্র তাপদাহে ৩৬ জনের মৃত্যু

তাপদাহে দেখা দিয়েছে তীব্র পানি সংকট। ছবি: সংগৃহীত

চলতি গ্রীষ্ম মৌসুমে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ তাপদাহে এখন পর্যন্ত ৩৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটিরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

উত্তর ও মধ্য ভারতে টানা প্রায় এক মাস তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিল্লিতে গত ১০ জুন ৪৮ ডিগ্রি তাপমাত্রা উঠেছে- যেটা রাজধানী শহরের রেকর্ড।

পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের চুরুতে গত ১ জুন তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়ায়। দেরিতে হলেও দক্ষিণাঞ্চলে বর্ষা দেখা পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে। কিন্তু পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এখনো অপেক্ষা করছে বর্ষার জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App