×

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ১০:৫৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে দুই ভাইয়ের মৃত্যু

ট্রেনে কাটা পড়া দুই ভাই/ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রেনের নিচে কাটা পড়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৫ জুন) বিকেলে উপজেলার তালশহর রেলস্টেশনের পশ্চিম পাশে বড়তল্লা নিজ বাড়ি সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- একই এলাকার মুরশিদ মিয়ার ছেলে সুজন (১৪) ও রিফাত (১৩)।

নিহতদের চাচাত ভাই হেলাল মিয়া জানান, সুজন ও রিফাত ঢাকার মালিটোলা এলাকায় ব্যাগের কারখানায় কাজ করতো। ঈদের ছুটিতে বন্ধ পেয়ে তারা বাড়িতে বেড়াতে আসে। বিকেলে বাড়ির পাশে রেললাইনে ঘুরতে গিয়েছিলো। দুই ভাই রেললাইনে বসে গল্প করার এক পর্যায়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মালবাহী ট্রেন ওই লাইনটিতে চলে আসে। পরে অপর লাইনেও ঢাকা থেকে ছেড়ে আসা সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি একই সময়ে চলে আসে। সুজন ও রিফাত মালবাহী ট্রেনটি দেখতে পেয়ে অপর লাইনে চলে যায়। এ সময়ে সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে দু'জন মারা যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে পেয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন ফাঁড়ির পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সানাউল ইসলাম বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App