×

খেলা

ফিঞ্চের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০৬:৩০ পিএম

ফিঞ্চের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

দুই অস্ট্রেলিয়ান ওপেনার অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার বিশ্বকাপের ২০তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে সতর্ক সূচনা করেন। তবে ওয়ার্নার ও উসমান খাজার বিদায়ে খানিকটা বেগ পেলেও স্বরূপে মেলে ধরেন ওজি ব্যাটসম্যানরা। সেঞ্চুরি হাঁকান অ্যারন ফিঞ্চ। আর চতুর্থ উইকেট জুটিতে এসে তাকে সঙ্গ দেয়া স্টিভেন স্মিথও ঝড়ো ব্যাটিং করে যাচ্ছেন। এক কথায় দারুণ ছন্দে রয়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার।

দলীয় ৮০ রানের মাথায় ডেভিড ওয়ার্নারকে বোল্ড করে সাজঘরে ফেরান লঙ্কান স্পিনার ধনঞ্জয়া ডি সিলভা। এরপর শতরান পূর্ণ হতেই সেই ধনঞ্জয়ার হাতেই ক্যাচের শিকার হয়ে ফিরে যান উসমান খাজা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১০ রান। ফিঞ্চ ১১৬ ও স্টিভেন স্মিথ ৪৭ রানে ক্রিজে রয়েছেন।

লন্ডনের দ্য ওভালে খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। দুই অধিনয়াক টস সারেন বৃষ্টির বাধা ছাড়াই। শ্রীলঙ্কার এখন পর্যন্ত দুটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। আর বৃষ্টিতে বিশ্বকাপে মোট ম্যাচ ভেসে গেছে ৪টি ম্যাচ। সেই ভেসে যাওয়া দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে বেশ শক্ত অবস্থানে শ্রীলঙ্কা। ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচে তাদের স্থান। আর অপর দিকে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ৪ ম্যাচ ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে পয়েন্ট টেবিলের তিন নম্বরে।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারোন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, কেন রিচার্ডসন।

শ্রীলঙ্কা একাদশ: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমানে, কুশল পেরেরা (উইকেটরক্ষক), কুশর মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্ধনে, নুয়ান প্রদীপ, লাসিথ মালিঙ্গা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App