×

অর্থনীতি

ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০০ কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০১৯, ০৪:৪২ পিএম

ডিএসইতে লেনদেন বেড়েছে ৬০০ কোটি টাকা
ঈদ পরবর্তী প্রথম সপ্তাহ উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। সপ্তাহজুড়ে উভয় পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ৪৬৩ কোটি ৩৯ লাখ ৬ হাজার ৪৪২ টাকার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহ থেকে ৬২১ কোটি ৯২ লাখ ৫ হাজার ৯১৬ টাকা বা ৩৩.৭৭ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৮৪১ কোটি ৪৭ লাখ ৫২৬ টাকার। ডিএসইতে গত সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৪৯২ কোটি ৬৭ লাখ ৮১ হাজার ২৮৮ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ২৯ লাখ ৪০ হাজার ১০৫ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১২৪ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ১৮৩ টাকা বেশি হয়েছে। সমাপ্ত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২৯ পয়েন্ট বা ২.৪৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২৯ পয়েন্ট বা ১.৫৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২৪৪ ও ১৯১৮ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে ৩৫৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২৬০টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার ও ইউনিট দর। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ২২৪ কোটি ২০ হাজার ৭৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৩১ কোটি ৮৩ লাখ ২ হাজার ৩১৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৯২ কোটি ১৭ লাখ ১৭ হাজার ৭৬৩ টাকা বা ৬৯.৯১ শতাশ বেড়েছে। সমাপ্ত সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৯ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৭৬৪ পয়েন্টে। এ ছাড়া সিএসসিএক্স ২৪১ পয়েন্ট বা ২.৪২ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৪৮ পয়েন্ট বা ১.৭৩ শতাংশ, সিএসই-৫০ সূচক ১৯ বা ১.৫৩ শতাংশ এবং সিএসআই ২৭ বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ১৫৭, ১৪ হাজার ৫২০, ১ হাজার ২১৮ ও ১ হাজার ৮৭ পয়েন্টে। সিএসইতে মোট ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাতবদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩০টির, দর কমেছে ৫০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২১টির। ডিএসইতে পিই রেশিও বেড়েছে : সমাপ্ত সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ২.০৮ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৩.৯৬ পয়েন্টে, যা সপ্তাহ শেষে ১৪.২৫ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৯ পয়েন্ট বা ২.০৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৯.৭২ পয়েন্টে। এ ছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ২০.৩৩ পয়েন্টে, বস্ত্র খাতের ১৭.১১ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৮.৫৮ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.৪৯ পয়েন্টে, বিমা খাতের ১৩.৪০ পয়েন্টে, বিবিধ খাতের ২৪.৭৪ পয়েন্টে, খাদ্য খাতের ১৪.০৪ পয়েন্টে, চামড়া খাতের ৩১.৯৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৭.৩৭ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.০৫ পয়েন্টে, আর্থিক খাতের ২০.২৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ২২.১৫ পয়েন্টে, পেপার খাতের ৩৩.৮৩ পয়েন্টে। টেলিযোগাযোগ খাতের ১৪.১০ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৭.৫৭ পয়েন্টে, সিরামিক খাতের ১৯.৩৬ পয়েন্টে এবং পাট খাতের পিই ৪৫১.৩০ পয়েন্টে অবস্থান করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App