×

সাময়িকী

লখিন্দর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ০৩:৪৭ পিএম

লখিন্দর
পাখি কেমন আপন ডানায় ডালের পরে শান্তি গানে মগ্ন থাকে। পাখি জানে আকাশ বাতাস জল ও মাটি ফুল ও ফলে তার অধিকার। কিন্তু তুমি মাতৃভ‚মি মাঠের জমি নিজের উঠোন পিতৃবাড়ি বাস্তুখুঁটি রক্ত এবং পূর্বকোষ সব হারিয়ে নদীর জলে খড় ও কুটোয় ভাসছ তুমি হে লখিন্দর। ইঁদুর আছে আছে গর্ত গর্ত মানেই সাপের আবাস; সাপ থাকবে থাকবে লাঠি, তুমি কেন মস্ত মানুষ সাপের ভয়ে মরার আগেই ভাসছ জলে কোথায় যাবে? লোহার বাসর জরাজীর্ণ ছিদ্রভরা, বেহুল নেই ভাসানও নেই, এই অবেলায় উঠে এসো, নদীর জলকে ক্রুদ্ধ করে ভাসাও তরী যুদ্ধ করো বাঁচো এবং বাঁচাও ভূমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App