×

খেলা

রাজিবের গানে টাইগার ভক্তরা উদ্দীপ্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ১০:১৫ এএম

রাজিবের গানে টাইগার ভক্তরা উদ্দীপ্ত
বিশ্বকাপ ক্রিকেট নিয়ে এক ধরনের ক্রেজ বা উন্মাদনা আছে দক্ষিণ এশিয়ার দেশে দেশে। এই ক্রিকেট জ্বরে আক্রান্ত হয়েছে ব্রিটেনে বাংলাদেশ দলের সমর্থকরা। ব্রিটেনে বাংলাদেশের প্রতিটি মানুষই যেন ক্রিকেটপ্রেমী, প্রতিটা মানুষই যেন বাংলাদেশ দলের সমর্থক। ব্রিটেনে বাংলাদেশ দলকে সমর্থনে বাংলাদেশি ফ্যানরা করে যাচ্ছেন নানা আয়োজন। দল বেঁধে ম্যাচ দেখতে যাওয়া, বাংলাদেশ দলের হয়ে ঢোল-ঢপকি নিয়ে গ্যালারিতে উপস্থিত হওয়া, ক্রিকেট সম্পর্কিত গান গেয়ে টাইগারদের উদ্বুদ্ধ করা যেন ব্রিটেনের বাংলাদেশি সমর্থকদের নিত্যদিনের একটা অংশ হয়ে গেছে। অন্তত খেলার দিনগুলোতে সমর্থকদের এসব কর্মকাণ্ড আশা জাগাচ্ছে। বিশ্বকাপ ক্রিকেট নিয়ে যেমন জেগে ওঠে পূর্ব লন্ডন, ঠিক তেমনি ওভাল থেকে ব্রিস্টল, ব্রিস্টল থেকে টনটন, সবখানেই উদ্যাম নাচ-গান থাকে সমর্থকদের। এমনও দর্শক আছেন যিনি এখন পর্যন্ত বাংলাদেশের সব খেলাই দেখতে গেছেন এবং অন্য খেলাগুলো দেখার জন্য সব আয়োজন করে রেখেছেন। ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন তারা দেশটির বিভিন্ন প্রান্তে, ভিন্ন ভিন্ন স্টেডিয়ামে। বাংলাদেশের ক্রিকেট দল ভালো কিছু করবে এই প্রত্যাশা সবার। এই প্রত্যাশা সামনে রেখেই চলছে এসব আয়োজন। এ আয়োজনেরই একটা সৃজনশীল কাজ করেছেন ব্রিটেন প্রবাসী রাজিব। তিনি গান রচনা করেছেন। ‘বাংলাদেশের ছেলে আমরা খেলব বিশ্বকাপে’ নামের একটা মিউজিক ভিডিও ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশ-ব্রিটেনসহ সারা বিশ্বের বাঙালিদের মাঝে। ইতোমধ্যে প্রায় সাড়ে ছয় লাখেরও অধিক দর্শক গানটির ভিডিও দেখেছে। অন্যদিকে এই ভিডিওটি চ্যানেল আই বিশ্বকাপ ক্রিকেটের ‘থিম সং’ হিসেবেও ব্যবহার করছে। এ হিসেবে বাংলাদেশসহ বিশ্বের লাখ লাখ দর্শক গানটির অংশ হয়ে যাচ্ছেন প্রতিদিনই। ব্রিটেন প্রবাসী ফজলুল হক রাজিবের কণ্ঠ, কথা ও সুর নিয়ে সঙ্গীত আয়োজন করেছেন ইবরার টিপু। লন্ডনের ভিক্টোরিয়া পার্কে ধারণকৃত এ গানের ভিডিওতে অংশ নিয়েছেন ব্রিটেন প্রবাসী এক ঝাঁক তরুণ। ফজলুল হক রাজিবের এ গানটি ব্রিটেন প্রবাসী বাংলাদেশ ক্রিকেট টিমের সমর্থকরাও লুফে নিচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় গান গাইছেন। ব্রিটেন প্রবাসী বাংলাদেশি সমর্থকদের মাঝে ক্রিকেট নিয়ে উচ্ছ্বাস-উদ্যমতা চলছে নিরন্তর। সেই উচ্ছ্বাসের একটা অনুষঙ্গ হতে পারে এই সঙ্গীত, জানান রাজিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App