×

সাময়িকী

কাছে থেকেও দূরে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ০৩:৪৫ পিএম

কাছে থেকেও দূরে
জানালার ঠিক পাশেই মাত্র এক হৃদয় দূরে বন্ধ চোখে অন্ধ খোঁজা জলের কিঙ্কীনি আর নূপুরে জানি, আছো তুমি দাঁড়িয়ে আমার গানের ওপারে। চাপা অভিমান, প্রগাঢ় আলোছায়া কথন বন্ধক নিয়েছ প্রতিটা হৃদস্পন্দন সাজিয়ে দিয়েছো নীরে আর হিঙুলে জ্যোৎস্নার ফুলে, নয়নের টলমলে। দীর্ঘশ্বাস ফিসফাস ঝরে রাতের জঠরে হায়! কাছে থেকেও কেন এত দূরে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App