×

খেলা

আজ ছয় গতি দানবের লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ০১:৫৯ পিএম

আজ ছয় গতি দানবের লড়াই
ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটি হতে যাচ্ছে পেসারদের দিন তা বলার অপেক্ষা রাখে না। এমন নিশ্চিতভাবে বলার কারণটাও খুব সহজ। দুদলের খেলা ম্যাচগুলোর পরিসংখ্যান তাই বলছে। বোলাররা দ্যুতি ছড়াবেন পুরো ম্যাচজুড়ে। আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্যুতি ছড়াতে পারেন ওসানে থমাস, শেলডন কটরেল ও কেমার রোচ। স্বাগতিক ইংল্যান্ডের হয়ে দ্যুতি ছড়াতে পারেন জফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকস। মোদ্দাকথা লড়াইটা হচ্ছে ছয় গতি দানবের। ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে ৩১১ রান করেও দক্ষিণ আফ্রিকাকে হারায় ১০৪ রানের বিশাল ব্যবধানে। ম্যাচটি জয়ের পিছনে ইংলিশ পেসারদের অবদান সবচেয়ে বেশি। জফরা আর্চার সে ম্যাচে একাই নিয়েছিলেন তিন উইকেট। সাত ওভার বল করে তিনি মাত্র ২৭ রান দিয়ে উইকেটগুলো তার ঝুলিতে পুরেছিলেন। তার পেসারের ঝাঁঝে প্রোটিয়া ব্যাটসম্যানরা দাঁড়াতেই পারেনি। সেই ম্যাচে নিজেদের জাত চিনিয়েছিলেন লিয়াম প্লাঙ্কেট ও ক্রিস ওকসও। প্লাঙ্কেট সাত ওভার বল করে মাত্র ৩৭ রান খরচায় তুলেছিলেন মহামূল্যবান দুটি উইকেট। ওকস ম্যাচটিতে উইকেট না পেলেও রানের খাতা চেপে ধরে রেখেছিলেন। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড হেরে গেলেও উইকেট শিকারে তাদের পেসাররা এগিয়েছিল। ক্রিস ওকস ম্যাচটিতে ৭১ রানে তিন উইকেট শিকার করেছিলেন। আরেক পেসার মার্ক ওড নিয়েছিলেন দুই উইকেট। তৃতীয় ম্যাচে ইংলিশরা বাংলাদেশকে হারিয়েছিল ১০৬ রানে। আগের দুই ম্যাচের মতো এই ম্যাচটিতেও উজ্জ্বল ছিলেন পেসাররা। আর্চার উদ্বোধনী ম্যাচের মতো এই ম্যাচেও তিনটি উইকেট শিকার করেছিলেন। প্লাঙ্ককেট ও মার্ক ওড মিলে নিয়েছিলেন তিনটি উইকেট। পরিসংখ্যানে দেখা যাচ্ছে গড়ে প্রায় ৭০ শতাংশ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এই ইংলিশ পেসাররা। তারা আজকের ম্যাচেও উজ্জ্বল থাকবে তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে উইন্ডিজ পেসাররাও তাদের ম্যাচগুলোতে ছিলেন ঝলমলে। গেইলরা তাদের প্রথম ম্যাচে পেস আক্রমণ দিয়ে পাকিস্তানকে বিধ্বস্ত করে দেয়। মাত্র ১০৫ রানেই থামিয়ে দেয় সরফরাজদের যাত্রা। ম্যাচটি জিতে নেয় সাত উইকেটে। মিকি আর্থারের শিষ্যদের ধসিয়ে দেয়ার মূল কারিগর ছিলেন বিশ্বকাপে প্রথমবারের মতো খেলতে আসা পেসার ওসানে থমাস। ৫ ওভার ৪ বল করে মাত্র ২৭ রান দিয়ে চারটি উইকেট খসিয়ে দেন পাকিস্তানের। কটরেল, হোল্ডার ও রাসেল মিলে শিকার করেন আরো পাঁচটি উইকেট। ১০টি উইকেটের মধ্যে ৯টি তুলে নেন পেসাররা। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে জিততেও হেরে যায় রাসেলরা। তবে বোলারা তাদের কাজ ঠিকমতোই করেছিলেন। অস্ট্রেলিয়াকে আটকে দিয়েছিল ২৮৮ রানেই। ওসানে থমাস ও কটরেল ও রাসেল দুটো করে উইকেট শিকার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলেও ভালো কিছু করারই আভাস দিয়েছিল উইন্ডিজ পেসাররা। প্রোটিয়াদের ২৮ রান দিয়েই দুই উইকেট তুলে নিয়েছিলেন কটরেল। দুই দলের পরিসংখ্যান ও মাঠের লড়াই হিসেব করে বলা যায় পেসারদের একটি ম্যাচ হতে যাচ্ছে আজ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App