×

আন্তর্জাতিক

বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে কাতারে ১৪০০ নেপালির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৯, ০৯:০৩ পিএম

বিশ্বকাপ স্টেডিয়াম নির্মাণে কাতারে ১৪০০ নেপালির মৃত্যু

ছবি: সংগৃহীত

কাতারে ২০২২ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য স্টেডিয়াম নির্মাণ করতে গিয়ে অন্তত ১৪০০ নেপালি শ্রমিকের মৃত্যু হয়েছে। গত কয়েক বছর ধরে দেশটিতে বেশ কিছু স্টেডিয়াম নির্মাণের কাজ চলাকালীন তাদের প্রাণহানি ঘটে।

জার্মানভিত্তিক পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল (ওয়াইডিআর) তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল তাদের তথ্যচিত্রভিত্তিক ওই অনুসন্ধানী প্রতিবেদনের শিরোনাম দিয়েছে ‘ট্র্যাপড ইন কাতার’ অর্থাৎ কাতারের ফাঁদ।

ওয়াইডিআর সম্প্রতি এই প্রতিবেদনটি সম্প্রচার করেছে। তাতে দেখোনো হয়েছে, কীভাবে নির্মাণাধীন ভবনগুলোর ভেতরেই ঝূঁকিপূর্ণভাবে বসবাস করছে শ্রমিকরা। তাদের নিরাপত্তার জন্য ন্যূনতম ব্যবস্থাও গ্রহণ করেনি দেশটির কর্তৃপক্ষ।

সৌদির রাষ্ট্রীয় দৈনিক আরব নিউজও এ নিয়ে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে নেপালের শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ রেগমিকে উদ্ধৃত করে বলা হচ্ছে, ‘এটা একটা সত্য ঘটনা যে, গত কয়েক বছরে কাতারে অনেক নেপালি শ্রমিক তাদের জীবন হারিয়েছে।’

প্রতিবেদন নেপাল সরকারের দেয়া হিসাবের বরাত দিয়ে জানানো হয়েছে, দুর্ঘটনা এবং ঝূঁকিপূর্ণ ও নিম্নমানের জীবনযাপনের কারণে প্রতিবছর দেশটির প্রায় ১১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে সেখানে। নিহতদের পরিবারের সদস্যরা ওয়াইডিআরকে বলেছে, তারা কাতার সরকারের কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণও পায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App