×

বিনোদন

আত্মপক্ষ সমর্থন করে পরিচালকের স্ট্যাটাস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৯, ০৩:০৬ পিএম

আত্মপক্ষ সমর্থন করে পরিচালকের স্ট্যাটাস
আত্মপক্ষ সমর্থন করে পরিচালকের স্ট্যাটাস
ঈদের ছবি ‘পাসওয়ার্ড’। তবে এবার বলিউড বা তামিল-তেলেগু নয়, কপিরাইট ছাড়াই নতুন ছবি ‘পাসওয়ার্ড’-এর গল্প নিয়েছেন জনপ্রিয় এক কোরিয়ান ছবি থেকে। এমন অভিযোগই এই ছবির পরিচালকের বিরুদ্ধে। দর্শক মালেক আফসারীর এই ছবিটির সঙ্গে দক্ষিণ কোরিয়ান ছবি ‘দ্য টার্গেট’-এর গল্প এবং দৃশ্যের হুবহু মিল পেয়েছেন। কেউ কেউ বলছেন ফরাসি সিনেমা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’-এর কাহিনী ও চিত্রনাট্য ব্যবহার করা হয়েছে ‘পাসওয়ার্ড’ ছবিতে। ‘দ্য টার্গেট’ ছবিটি ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ফরাসি সিনেমা ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক’-এর রিমেক। কদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে এই ছবিটি ঘিরে। বিশেষ করে ছবি মুক্তির আগে দর্শকের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেয়ায় বিপাকে নির্মাতা মালেক আফসারী। এদিকে এমন ঘটনার পর মালেক আফসারী তার ফেসবুক স্ট্যাটাসে দর্শকের উদ্দেশে ক্ষমা চেয়ে লিখেছিলেন, ‘পাসওয়ার্ড’ ছবির গল্প যে নকল সেটা আমি জানতাম না। এর জন্য দর্শকের কাছে আমি কড়জোরে ক্ষমা চাইছি। ‘পাসওয়ার্ড’-এর বিরুদ্ধে নকলের অভিযোগ প্রমাণিত হওয়ায় শর্ত অনুযায়ী চলচ্চিত্র ছাড়ার ঘোষণা দিয়ে এই নির্মাতা লিখেন, আমি এক কথার মানুষ। ১০ লাখ টাকা দেয়ার কথা বলেছিলাম, সেটা আমি অবশ্যই দেব। আর এই মুহূর্তে চলচ্চিত্র থেকে অবসরেরও ঘোষণা দিলাম। তবে এমন স্ট্যাটাসের ঘণ্টা কয়েক পরেই ফেসবুক ওয়াল থেকে তা সরিয়ে নেয়া হয়। এরপর আত্মপক্ষ সমর্থন করে একের পর এক স্ট্যাটাস দেন মালেক আফসারী। সর্বশেষ এক স্ট্যাটাসে এই নির্মাতা লিখেন, ১০ লাখ টাকার লোভে দেশপ্রেম বাতাসে উড়িয়ে দেবেন? বাংলা চলচ্চিত্রকে পানিতে ডুবিয়ে দেবেন? না পারবেন, না এবং না। শাকিব খান আমদানি করা কোনো হিরো না। এই দেশের সন্তান। ছবি নকল বলে যতই চিৎকার করেন না কেন, পরিচালক কিন্তু আসল। শুক্রবার থেকে দুইশর বেশি হলে ‘পাসওয়ার্ড’ চলবে। অন্যদিকে এই ছবির চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা আবদুল্লাহ জহির বাবুর সঙ্গে বেশ কয়েকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো উত্তর দেননি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App