×

খেলা

আজ দৃষ্টি বোল্ট-বুমরাহর দিকে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০১৯, ০৪:৫৮ পিএম

আজ দৃষ্টি বোল্ট-বুমরাহর দিকে
দ্বাদশ বিশ্বকাপে আজ মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে বিশেষ নজর থাকবে দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের দিকে। ইংল্যান্ডের পেসবান্ধব উইকেটে দুজনই রয়েছেন ছন্দে। এবারের বিশ্বকাপে নিউজিল্যান্ড তাদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায়। ওই ম্যাচে বল হাতে ১ উইকেট নেন বোল্ট। নিজেদের পরের ম্যাচে বাংলাদেশকে ২ উইকেটে হারায় কিউইরা। ম্যাচটিতেও বল হাতে বোল্ট সফল ছিলেন। ১০ ওভারে মাত্র ৪৪ রান খরচায় নেন ২ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে বল হাতে উইকেট না পেলেও ১০ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে প্রতিপক্ষের রানের গতি নিয়ন্ত্রণে রেখে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই পেসার। বর্তমানে ২৯ বছর বয়সী ট্রেন্ট বোল্টের ওয়ানডে অভিষেক হয় ২০১২ সালের ১১ জুলাই উইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে। নিউজিল্যান্ডের জার্সিতে ২০১৫ সালের বিশ্বকাপে খেলেছেন তিনি। ওই বিশ্বকাপে কিউইদের ফাইনালে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এই গতি তারকার। ৯ ম্যাচে নেন ২২ উইকেট। এবারের বিশ্বকাপেও নিউজিল্যান্ড অধিনায়কের তুরুপের তাস তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮২টি ওয়ানডে ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছে বোল্ট। চমৎকার এক পেস আক্রমণ নিয়েই ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে অংশ নিতে এসেছে এশিয়ার দেশ ভারত। বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটিতে পেসার আছেন ৩ জন। তারা হলেন ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। জাসপ্রিত বুমরাহ স্লগ ওভারে বেশ কার্যকর। বোলিংয়ে অধিনায়ক বিরাট কোহলির সবচেয়ে বড় অস্ত্রও নিঃসন্দেহে এই পেসার। বুমরাহর ওয়ানডে অভিষেক হয় ২০১৬ সালের ২৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৫১টি ওয়ানডে ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার, নিয়েছেন ৯০ উইকেট। এটাই বুমরাহর ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ। দ্বাদশ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয় ভারত। ওই ম্যাচ দিয়েই বিশ্বকাপ যাত্রা শুরু হয় গতি তারকা বুমরাহর। প্রথম ম্যাচেই নিজের জাত চেনান বর্তমানে ২৫ বছর বয়সী এই পেসার। প্রোটিয়াদের বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় ২ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পরের ম্যাচে ভারতের প্রতিপক্ষ ছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ছন্দ ধরে রেখে হাইস্কোরিং এই ম্যাচেও ৩ উইকেট নেন তিনি। ভারতীয় সমর্থকদের প্রত্যাশা নিউজিল্যান্ডের বিপক্ষেও বল হাতে দ্যুতি ছড়াবেন বুমরাহ। কেননা, তিনি জ্বলে উঠলে জয় পাওয়াটা অনেক সহজ হয়ে যায় কোহলির দলের জন্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App