×

জাতীয়

৩ ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৬:৩৮ পিএম

অনুমোদনহীন বিদেশি ওষুধ সংরক্ষণ ও বিক্রির অপরাধে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলের দিকে এ অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।

আলী হাসান জানান, এই তিনটি ফার্মেসিতে পাওয়া ১১ ধরনের বিদেশি ওষুধ বৈধভাবে আমদানি করা হয়নি। এই ওষুধ বিক্রির অনুমোদনও নেই। একটি ফার্মেসির কোনো ড্রাগ লাইসেন্স নেই। আর ফার্মেসিগুলোতে ক্যাশ মেমো ছাড়া ওষুধ বিক্রি করার অভিযোগ পাওয়া যায়।

এ ছাড়া সঠিক তাপমাত্রায় মেডিসিনগুলো ফ্রিজে সংরক্ষণ করার নির্দেশনা থাকলেও ফার্মেসিগুলো ফ্রিজ ছাড়াই বাইরে ওষুধ সংরক্ষণ করছিল। ওষুধ সংরক্ষণের ব্যবস্থাও ছিল না তাদের। এসব অপরাধে গাজী ফার্মেসি ও সার্জিক্যালকে ১৫ হাজার টাকা, সাথী মেডিকেল হলকে ২০ হাজার টাকা ও ডায়মন্ড ফার্মেসিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। অনুমোদনহীন ওষুধগুলো বিনষ্ট এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানে ঔষধ প্রশাসন, চট্টগ্রামের তত্ত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান ও সিএমপির সদস্যরা অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App