×

জাতীয়

১০ বছরে সড়কে নিহত ২৫ হাজার ৫২৬ জন: সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৭:৪৩ পিএম

১০ বছরে সড়কে নিহত ২৫ হাজার ৫২৬ জন: সেতুমন্ত্রী

ফাইল ছবি

গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় ২৫ হাজার ৫২৬ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একই সময়ে ১৯ হাজার ৭৬৩ জন আহত হয়েছে বলেও জানান তিনি।

আজ বুধবার (১২) জাতীয় সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিএনপি সংসদ সদস্য হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে এ কথা জানান ওবায়দুল কাদের।

সড়ক দুর্ঘটনায় মারা যাওয়া ও পঙ্গুত্ব বরণকারীদের সংখ্যা জানতে চেয়ে হারুনুর রশীদের প্রশ্নের লিখিত জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের এপ্রিল মাস পর্যন্ত মোট ২৫ হাজার ৫২৬ জন মারা গেছে এবং ১৯ হাজার ৭৮৩ জন আহত হয়েছে।

সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ প্রসঙ্গে হারুনুর রশীদের অপর প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের পথচারীসহ সড়ক ব্যবহারকারীদের যথাযথ সচেতনতার অভাব, যানবাহনের চালকদের দক্ষতার অভাব, আইন অমান্য করার প্রবণতা ও আইনের যথাযথ প্রয়োগের অভাব, যানবাহনের যান্ত্রিক ত্রুটি, ওভার স্পিড, ওভারটেকিং, ওভারলোডিং, প্রতিকূল বা বিরূপ আবহাওয়ায় সড়কে মানসম্মত সাইন-সিগনাল রোড মার্কিংসহ নিরাপত্তা অবকাঠামোর অভাবের কথা উল্লেখ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App