×

খেলা

বিশ্বকাপে শীর্ষে সাকিব-ফার্গুসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৩:৫৯ পিএম

বিশ্বকাপে শীর্ষে সাকিব-ফার্গুসন
দ্বাদশ বি্বেকাপে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে নিউ-জিল্যান্ড। প্রথম থেকেই পয়েন্ট টেবিলের এক নম্বর অবস্থানটি ধরে রেখেছে তারা। এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে। বিশ্বকাপ শুরুর আগেই অনেকে বলেছিল এবারের অন্যতম ফেভারিট ব্ল্যাক ক্যাপরা। এই ফেভারিট তকমার প্রতি সবদিক দিয়েই সুবিচার করে যাচ্ছে তারা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে মাত্র ১৩৬ রানে অল আউট করে দিয়ে সে ম্যাচটি জিতে নেয় দশ উইকেটের বিশাল ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ২৪৪ রানের মধ্যে আটকে দিয়ে ম্যাচটি জিতে নেয় দুই উইকেটে। তৃতীয় ম্যাচে দুর্বল আফগানিস্তানকে ১৭২ রানে অল আউট করে দিয়ে মাত্র ৩২ ওভার এক বলে সাত উইকেট হাতে রেখেই ম্যাচটি জিতে নেয়। চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্বাগতিক ইংল্যান্ড। তিন ম্যাচ থেকে দুটিতে জয় পেয়েছে তারা। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতলেও হারে পাকিস্তানের বিপক্ষে। দুই ম্যাচ থেকে দুটোতেই জিতে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে তারা। চতুর্থ অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। তিন ম্যাচ থেকে দুটোতে জিতেছে ও একটিতে হেরেছে অজিরা। পাঁচ নম্বরে রয়েছে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ। তিন ম্যাচ খেলে তাদের পয়েন্ট তিন। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে যায় উইন্ডিজ। আর বৃষ্টির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলে তাদের সঙ্গে এক এক পয়েন্ট ভাগ করতে হয়। ব্যাটসম্যানদের তালিকার শীর্ষে রয়েছেন বিশ্বের এক নাম্বার অলরাউন্ডার সাকিব আল হাসান। তিন ম্যাচ থেকে ২৬০ রান করেছেন তিনি। যেখানে রয়েছে একটি শতক ও দুটি অর্ধশতক। সমান তিন ম্যাচ থেকে ২১৫ রান করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়। তার রয়েছে একটি শতক ও একটি অর্ধশতক। আরেক ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার ১৮৫ রান করে রয়েছেন তৃতীয় অবস্থানে। তিনিও তিন ম্যাচ খেলে একটি শতক ও একটি অর্ধশতক হাঁকিয়েছেন। চতুর্থ অবস্থানে আছেন ভারতের রোহিত শর্মা। দুই ম্যাচ খেলে তিনি করেছেন ১৭৯ রান। তারও রয়েছে একটি শতক ও একটি অর্ধ শতক। ইংল্যান্ডের জো রুট রয়েছেন পঞ্চম স্থানে তিনিও রহিত শর্মার সমান ১৭৯ রান করেছেন। তিনটি ম্যাচ থেকে একটি শতক ও একটি অর্ধশতক করে তিনি এই রান করেছেন। তিন ম্যাচ থেকে আট উইকেট নিয়ে বোলারদের তালিকার শীর্ষে রয়েছে নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। সাত উইকেট নিয়ে তারই সতীর্থ ম্যাট হ্যানরি রয়েছেন দ্বিতীয় অবস্থানে। সমান সাত উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন অজি বোলার মিচেল স্টার্ক। ছয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডের আরেক বোলার জিমি নিশ্যাম রয়েছেন চতুর্থ অবস্থানে। পঞ্চম স্থানে রয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার। তার ঝুলিতে রয়েছে পাঁচটি উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App