×

বিনোদন

বিদেশি গণমাধ্যমে প্রশংসিত ‘শনিবার বিকেল’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০২:০৮ পিএম

বিদেশি গণমাধ্যমে প্রশংসিত ‘শনিবার বিকেল’
মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ ছবিটি বাংলাদেশে মুক্তির অনুমতি পায়নি এখনো। তবে প্রশংসা পাচ্ছে বিদেশের মাটিতে। ৪১তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর ছবিটি এবার অংশ নিয়েছে ‘সিডনি চলচ্চিত্র উৎসব ২০১৯’-এ। গত সোমবার ছবিটি প্রদর্শিত হওয়ার পর ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সিডনি থেকে ফারুকী জানান, সোমবারের শোটি দুর্দান্ত হয়েছে। ‘শনিবার বিকেল’ ছবিটি নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যমে। অস্ট্রেলিয়ার ‘মেইক দ্য সুইচ’-এ একটি রিভিউ প্রকাশ পেয়েছে ছবিটির। চলচ্চিত্র সমালোচক চার্লি ডেভিডের লেখা সেই রিভিউতে বলা হয়েছে, ছবির দৃশ্যগুলোকে বাস্তব মনে হয়েছে। পুরো সিনেমাটি ক্যামেরার এক শটে ধারণ করা হয়েছে। এই কৌশলটি পরিস্থিতির অস্থিরতাটিকে অনুভব করিয়েছে, দৃশ্যগুলোকে বাস্তবের মতো করেছে। সেই সঙ্গে সরাসরি সন্ত্রাস না দেখিয়ে বিষয়টি ক্যামেরার বাইরে নিয়ে যাওয়া হয়েছে অথবা অভিনয়শিল্পীদের মুখভঙ্গির মাধ্যমে বোঝানো হয়েছে। ক্যামেরার এক শটে পুরো সিনেমা করার বিষয়টি অভিনয়শিল্পীদের কাঁধে অনেক কঠিন একটি দায়িত্ব। তবে দায়িত্ব খুব ভালোভাবেই পালন করতে পেরেছেন তারা। সন্ত্রাসবাদ এবং উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া এই ছবিটি পশ্চিমা দর্শকদের সামনে জঙ্গিবাদের ভয়াবহতা তুলে ধরেছে। ২০১৬ সালের ঢাকার গুলশানের হোলি আর্টিজান হামলার ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ-জার্মানির যৌথ প্রযোজনায় ছবিটি নির্মাণ করা হয়েছে ‘শনিবার বিকেল’। ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান ও পরমব্রত চট্টোপাধ্যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App