×

জাতীয়

ফকিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ১০:০৭ পিএম

ফকিরহাটে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১৪

ফকিরহাটে দুর্ঘটনারত বাস। ছবি: সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাট মেগনিশতলা এলাকায় বাস-ট্রাকের সংঘর্ষে নারী, শিশুসহ ১৪ জন গুরুতর আহত হয়েছেন। খুলনা-মাওয়া মহাসড়কে আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কেন্দ্রেসহ বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকাগামী যাত্রীবাহী বাস টুংগীপাড়া এক্সেপ্রেসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর প্রায় আধা ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।

এ ঘটনায় বাসের যাত্রী কাজি শরিফ, পলাশ, মো. জলিল, স্মৃতি দাশ, মো. ছোবহান, শাওন, রাবেয়া, ফাতেমা, জুয়েল, হাবিব, পারুল, রুবিনা বেগমসহ আরও ২/৩জন গুরুতর আহত হন। তাদের স্থানীয়দের সহায়তায় হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে। অধিকাংশ যাত্রীরা ঈদের ছুটি শেষে ঢাকাসহ বিভিন্ন স্থানে ফিরছিলেন।

কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, দুর্ঘটনারত বাস ও ট্রাক আটক করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App