×

শিক্ষা

চবির তৃতীয় শ্রেণির এক কর্মী সাময়িক বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ০৬:৩৮ পিএম

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়ের করা আইসিটি মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তৃতীয় শ্রেণির কর্মচারী নিবারণ বড়ুয়াকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নুর আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ‘১১ জুন থেকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত’ সাময়িক বরখাস্ত করা হয়।

চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, কর্মচারী বিধিমালা অনুযায়ী বিশ^বিদ্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী গ্রেপ্তার হলে তাকে সাময়িক বরখাস্ত করতে হয়। তৃতীয় শ্রেণির কর্মচারী নিবারণ বড়ুয়া ধর্মীয় অবমাননার অভিযোগে আইসিটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ২৯ মে চট্টগ্রামের হাটহাজারী থানায় আইসিটি আইনে মামলা করেন চবির সহকারী রেজিস্ট্রার মশিউর রহমান। গত ১০ জুন ওই মামলায় নিবারণ বড়ুয়াকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App