×

আন্তর্জাতিক

গুজরাটে ঘূর্ণিঝড় বায়ু, উপকূলে সতর্কতা জারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০১৯, ১২:৩৪ পিএম

গুজরাটে ঘূর্ণিঝড় বায়ু, উপকূলে সতর্কতা জারি
মাসখানেক আগে ভারতের ওড়িশা রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। এর রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছে রাজ্যটি। গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু। ইতোমধ্যে গুজরাটের উপকূল এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি গুজরাটের পোরবন্দর এবং মাহবুবার মাঝামাঝি আছড়ে পড়বে। দক্ষিণ গুজরাটে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বায়ু আছড়ে পড়ার পর কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে তা ইতোমধ্যে খতিয়ে দেখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুজরাট এবং দমন দিউয়ের জন্য বিস্তারিত পরামর্শ বার্তা পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App