মাসখানেক আগে ভারতের ওড়িশা রাজ্যে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় ফণী। এর রেশ কাটতে না কাটতেই আবারও ঘূর্ণিঝড়ের আশঙ্কায় রয়েছে রাজ্যটি।
গুজরাট উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বায়ু। ইতোমধ্যে গুজরাটের উপকূল এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার ঘূর্ণিঝড়টি গুজরাটের পোরবন্দর এবং মাহবুবার মাঝামাঝি আছড়ে পড়বে।
দক্ষিণ গুজরাটে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, বায়ু আছড়ে পড়ার পর কী কী ধরনের জটিলতা তৈরি হতে পারে তা ইতোমধ্যে খতিয়ে দেখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুজরাট এবং দমন দিউয়ের জন্য বিস্তারিত পরামর্শ বার্তা পাঠানো হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।