×

খেলা

বৃষ্টিতে বিলম্ব হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ০৪:৩৮ পিএম

বৃষ্টিতে বিলম্ব হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। কিন্তু বৃষ্টির কারণে এখনো টস অনুষ্ঠিত হয়নি। বেশ কয়দিন ধরেই আশংকা করা হচ্ছিল ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচটি ভেসে যাবে বৃষ্টিতে। হতেও যাচ্ছে তাই। গতকাল বিকেল থেকেই থেমে থেমে চলছে বৃষ্টি। সাথে বাতাস রয়েছে। এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় নির্দিষ্ট সময়ে (স্থানীয় সময় সকাল ১০:৩০ টা) খেলাটি শুরু হচ্ছেনা। এমনকি খেলা আদৌ শুরু হয় কিনা সেটি নিয়েও রয়েছে শঙ্কা। টুর্নামেন্টে আজ বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলেরই চতুর্থ ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে জয়ের মাধ্যমে বিশ্বকাপ শুরু করার পর নিউজিল্যান্ডের কাছে ২ উইকেটে ও ইংল্যান্ডের কাছে ১০৬ রানে হারে বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে দশ উইকেটে হেরে বিশ্বকাপ মিশন শুরু করে শ্রীলঙ্কা। এরপর আফগানিস্তানকে বৃষ্টি আইনে ৩৪ রানে হারায় তারা। তারপর শ্রীলঙ্কা ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ৪৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ৭টিতে। শ্রীলঙ্কা জিতেছে ৩৬টিতে। বাকি দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App