×

বিনোদন

অভিনেতা গিরিশ কারনাডের প্রয়াণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ০৩:২৯ পিএম

অভিনেতা গিরিশ কারনাডের প্রয়াণ
মারা গেছেন ভারতের বরেণ্য অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব ও সাহিত্যিক গিরিশ কারনাড। গতকাল সোমবার সকালে বেঙ্গালুরুতে নিজ বাসভবনে মৃত্যু হয় তার। তার বয়স হয়েছিল ৮১। গিরিশ কারনাড অনেকদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন। অসুস্থতার কারণে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ১৯৩৮-এর ১৯ মে তৎকালীন বম্বে শহরে জন্ম গিরিশের। চার দশকের বেশি সময় ধরে নাট্য চর্চার সঙ্গে যুক্ত থেকেছেন কারনাড। বহু নাটক লিখেছেন। ১৯৬০ থেকে কন্নড় ভাষায় লেখক হিসেবে পরিচিতি পেতে শুরু করেন গিরিশ। ১৯৯৮ সালে সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ পুরস্কার জ্ঞানপীঠে ভ‚ষিত হন। পরিচালক হিসেবে ১৯৭৪ সালে পেয়েছেন পদ্মশ্রী, ১৯৯২ সালে ভ‚ষিত হয়েছেন পদ্মবিভ‚ষণ সম্মানে। পেয়েছিলেন চারটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও। ১৯৭০-এ মুক্তিপ্রাপ্ত ‘সংস্কার’ ছিল গিরিশের অভিনীত প্রথম ছবি। একে একে ‘নিশান্ত’ (১৯৭৫), ‘মন্থন’ (১৯৭৬), ‘স্বামী’ (১৯৭৭), ‘পুকার’ (২০০০), ‘ইকবাল’ (২০০৫)-এর মতো ছবিতে অভিনয় করেন। সালমান খানের সঙ্গে ২০১২-এ ‘এক থা টাইগার’ এবং ২০১৭-এ ‘টাইগার জিন্দা হ্যায়’-এর মতো কমার্শিয়াল ছবিতেও অভিনয় করেছেন কারনাড। ১৯৮৬-৮৭তে জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘মালগুড়ি ডেজ’-এ অভিনয় করেছিলেন। তার প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে আসে শিল্পী মহলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App