×

জাতীয়

প্রধানমন্ত্রীর চীন সফরে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে: পররাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ০৮:৫৯ পিএম

আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরকালে রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রীর চীন সফরকালে রোহিঙ্গা সংকট প্রাধান্য পাবে। আমরা প্রত্যাশা করছি এই পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারের ওপর চাপ বাড়বে।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রীর সফর নিয়ে আমরা কাজ করছি। জুলাই মাসের প্রথম সপ্তাহে এই সফর হবে বলে আমরা আশা করছি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই মিয়ানমারের সঙ্গে এই সংকট দ্বিপক্ষীয়ভাবে সমাধানের পরামর্শ দিয়ে আসছে চীন।

‘মিয়ানমার কখনো বলেনি যে, তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেবে না। তারা তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App