×

খেলা

গেইল-ডি কক ঝড় আজ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ০৩:৪০ পিএম

গেইল-ডি কক ঝড় আজ!
আজকের দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সবার নজর থাকবে উইন্ডিজ ব্যাটিং দানব ক্রিস গেইল ও দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি ককের ওপর। কারণ শুরুতেই ঝড়ো ইনিংস খেলতে পারেন এই দুই ওপেনার। আর আজকের ম্যাচেও দুজন চাইবেন বোলারদের পিটিয়ে ছয়-চারের টর্নোডো ঘটাতে। তাদের ঝড় শুরু হলে থামানো দায়। দ্বাদশ বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে ক্রিস গেইলের ওয়েস্ট ইন্ডিজ খেলেছে দুইটি ম্যাচ। দুজনই তাদের প্রথম ম্যাচে অর্ধশতকের দেখা পেয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে বিশ^কাপের উদ্বোধনী ম্যাচে ৭৪ বলে ৬৮ রান করেছেন ডি কক। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে অতটা সুবিধা করতে না পারলেও, টাইগারদের বিপক্ষে খেলেছেন ২৫ বলে ৩২ রানের একটি ইনিংস। গেইল তার প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৪ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেছেন। কিন্তু দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝড়ো ইনিংসের ইঙ্গিত দিয়েও ১৭ বলে ২১ রান করে আউট হয়ে যান। তবে তার আউটটি ছিল বিতর্কিত। তিনি যে বলটিতে আউট হয়েছিলেন সেটি ফ্রি হিটের বল হতে পারত। কারণ মিচেল স্টার্ক এর আগের বলটিতে নো বল করেছিলেন। কিন্তু আম্পায়ার সেটি লক্ষ্য করেননি। শুধু সেটি নয় এর আগে পরপর দুবার তাকে এলবিডবি্উল আউট দেন আম্পায়ার। তবে দুবারই রিভিও নিয়ে বেঁচে যান। দুজনের কাছে শুরু থেকেই ঝড় আশা করার অন্যতম কারণ তাদের পরিসংখ্যান। ওডিআই ক্যারিয়ারে ৯৫.৪৭ স্ট্রাইক রেটে ১০৯ ম্যাচে ডি কক করেছেন ৪৭০৩ রান। এর মধ্যে শতক রয়েছে ১৪টি এবং অর্ধশতক রয়েছে ২২টি। তার একটি তকমা রয়েছে অর্ধশতক পূরণ করতে পারলে সেটি শতকে পরিণত করেন। এ পর্যন্ত ক্যারিয়ারে ৫৪৮টি চার ৬৭টি ছক্কা হাঁকিয়েছেন ডি কক। এ থেকে বোঝা যায় তার ব্যাটের ঝাঝ। অন্যদিকে পাঁচবার বিশ^কাপ খেলা ক্রিস গেইল শুধু বিশ^কাপেই মেরেছেন ৪০টি ছয়। তার ওডিআই পরিসংখ্যান দেখলে অনেক বোলারের বুকে কাঁপন ধরে যায়। ২৯০টি ম্যাচ খেলে তিনি করেছেন ১০২২২ রান। এর মধ্যে চার মেরেছেন ১১০৩টি আর ছক্কা হাঁকিয়েছেন ৩১৭টি। ওডিআই ক্যারিয়ারে তার শতক রয়েছে ২৫টি এবং অর্ধশতক রয়েছে ৫২টি। শতক-অর্ধশতক ছাড়াও তার রয়েছে একটি ডাবল সেঞ্চুরির রেকর্ড। ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪৭ বলে ২১৫ রান করেছিলেন। সে ম্যাচে ১০টি চার মারার পাশাপাশি ১৬টি ছক্কা মেরেছিলেন। এক ম্যাচে ১৬টি ছয় অবিশ্বাস্য ব্যাপার। কিন্তু সেই অবিশ্বাস্য ব্যাপারটিই করে দেখিয়েছিলেন গেইল। তাই সবকিছু মিলিয়ে আজ ক্রিকেট ভক্তরা ব্যাটের ঝড় দেখার আশা করতেই পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App