×

খেলা

এবার ভিন্নরূপে টাইগাররা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ জুন ২০১৯, ০৩:৫৮ পিএম

এবার ভিন্নরূপে টাইগাররা
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে একটি জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপে এখনো অনেক কিছুই বাকি রয়ে গেছে বাংলাদেশের। সামনে রাউন্ড রবিন লিগের আরও ৬টি ম্যাচ এবং সেসব ম্যাচে তাদের সামনে সুযোগ রয়েছে। তারই ধারাবাহিকতায় আগামীকাল মঙ্গলবার সাকিব-মাশরাফিরা নিজেদের চতুর্থ এবং এবারের আসরের ১৬তম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে। টাইগারদের লক্ষ্য এবার লঙ্কা বধ। ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম শহর ব্রিস্টলের কান্ট্রি গ্রাউন্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। এই ম্যাচে টাইগারদের ভিন্নরূপে দেখতে মরিয়া সমর্থকরা। এখনো বিশ্বকাপে মাশরাফি বাহিনীর ৬টি ম্যাচ বাকি। সেমিফাইনালের টিকেট নিশ্চিত করতে হলে অন্তত আরো ৪টি ম্যাচে জিততে হবে। এ জন্য ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। কার্ডিফ মিশন শেষ করে মাশরাফি বাহিনী এখন ব্রিস্টলে। রবিবার স্থানীয় সময় দুপুর ১২টায় ব্রিস্টলের উদ্দেশে যাত্রা করে বাংলাদেশ দল। কার্ডিফ থেকে ব্রিস্টল যেতে এক ঘণ্টার মতো সময় লাগে। ব্রিস্টলে গতকাল দলের কোনো অনুশীলন ছিল না, ছিল না কোনো মিডিয়া সেশন। অর্থাৎ পুরো দল দিনটা বিশ্রামে যে যার মতো করে উপভোগ করেছেন। কেননা সামনে এখনো অনেক কাজ বাকি। বড় হারে আত্মবিশ্বাসে ধাক্কা খেলেও ক্রিকেটারদের ফুরফুরে থাকা খুব জরুরি। নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৩০ রানের রেকর্ড টার্গেট দিয়ে ২১ রানে দুর্দান্ত জয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করে টাইগাররা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে মাত্র ২ উইকেটে হার মানে তামিম মুশফিকরা। তৃতীয় ম্যাচে শক্তিশালী স্বাগতিকদের মুখোমুখি হয়ে ভালোই খেলে টাইগাররা। কার্ডিফের পয়মন্ত ভেন্যু যদিও এবার আর সুখস্মৃতি নিয়ে ফিরতে দিল না বাংলাদেশকে। স্বাগতিকদের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা। টানা দুই হারে বাংলাদেশের ওপর চাপ কিছুটা বেড়ে গেল। শেষ চারে যাওয়ার লড়াইয়ে এখন তাদের কিছুটা কঠিন সমীকরণে পড়তে হচ্ছে। কারণ অস্ট্রেলিয়া, ভারতের মতো দলের সঙ্গে এখনো বাংলাদেশের খেলা বাকি। যদিও শেষ ছয় ম্যাচে অনেক হিসাবই পাল্টে যেতে পারে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রানের মালিক এই বিশ্বকাপে। দারুণ একটা সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ওই ম্যাচে এবং ভালো ফর্মেও আছেন তিনি। সাকিব আল হাসানের সেঞ্চুরি ছিল বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন। বিশ্বকাপে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করেন তিনি। সাকিব সেঞ্চুরি করেন ৯৫ বলে। যা বিশ্বকাপে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ১১৯ বল থেকে ১২টি চার ও একটি ছক্কার মারে ১২১ রান করে আউট হন তিনি। বাংলাদেশ দলের এখনো সেমিফাইনাল খেলার সুযোগ রয়েছে। বাকি ম্যাচগুলো তাদের প্লানিং করে খেলতে হবে। অন্যদিকে প্রথম তিন ম্যাচের একটিতে জয়, একটিতে হার এবং বৃষ্টি বাধায় একটিতে পয়েন্ট ভাগাভাগি করে শ্রীলঙ্কা ভালো অবস্থানেই আছে। যদিও বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে এর আগের আসরগুলোতে তিনবারের মুখোমুখিতে সবকটিতে হারের মুখ দেখে বাংলাদেশ। কাজেই বাংলাদেশকে একটা দল হিসেবে খেলতে হবে, কেউ একা ম্যাচ জেতাতে পারবে না। সফল হতে হলে তাদের প্রতিটি বিভাগে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে ভালো করতে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেটা তারা করে দেখিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App