×

খেলা

৩৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুন ২০১৯, ০৯:১৬ পিএম

৩৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

দুই ফেভারিটের লড়াইয়ে ভারতের রান পাহাড় সম টার্গেট নিয়ে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া। ৩৫৩ রানের টার্গেটে অজিদের সবশেষ সংগ্রহ ১ উইকেটে ৮৩ রান ১৭.২ ওভার শেষে। ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান ১২৭ রানের উদ্বোধনী জুটিতে দারুণ শুরু এনে দেন। ৫৭ রানে রোহিত শর্মাকে ফিরিয়ে প্রথম সাফল্য এনে দেন কোল্টার নাইল।

এরপর ধাওয়ানের সঙ্গী হন বিরাট কোহলি। গড়েন ৯৭ রানের জুটি। ধাওয়ান ১৭তম সেঞ্চুরিতে ১১৭ রানে বিদায় নিলে শুরু হয় হারদিক পান্ডিয়া শো। ২৭ বলে ৪৮ রান করে যখন আউট হন ততক্ষণে তিনশ রান পার করেছে ভারত। কোহলি ৮২ ও ধোনি ফেরেন ২৭ রানে। ৫ উইকেটে ৩৫২ রানে থামে ভারত। শেষ দশ ওভারে ১১৬ রান করে ভারত।

বিশ্বকাপের অন্যতম দুই হট ফেভারিট অস্ট্রেলিয়া ও ভারত এবারের আসরে এখন পর্যন্ত দু’দলই অপরাজিত। এর আগে ভারত অবশ্য খেলেছে একটি ম্যাচ। ১৯৮৩ ও ২০১১ আসরের চ্যাম্পিয়নরা দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু করেছে।

অন্যদিকে নিজেদের প্রথম দুই ম্যাচে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া হারিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App