×

খেলা

বৃষ্টির কারণে বন্ধ নিউজিল্যান্ড-আফগান ম্যাচ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০৯:২০ পিএম

বৃষ্টির কারণে বন্ধ নিউজিল্যান্ড-আফগান ম্যাচ

ছবি: সংগৃহীত

বৃষ্টির কারণে বন্ধ রয়েছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি। খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ৯৯ রান। এর আগে টনটনে টস হেরে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। আফগানিস্তানকে ভাল সূচনা এনে দেন দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নূর অালী জাদরান। ৬৬ রান আসে তাদের ব্যাট থেকে। জাজাই ৩৪ রান করে আউট হন। আরেক ওপেনার নূর আলী ৩১ রান করে লকি ফার্গুসনের বলে প্যাভিলিয়নে ফেরত যান।

এরপর রহমত শাহ শূন্য ও অধিনায়ক গুলবাদিন নাঈব ৪ রান করে দ্রুত বিদায় নিলে ৭০ রানে ৪ উইকেট হারায় অাফগানরা। ৪ উইকেটে ৮৪ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। এর পর বৃষ্টি থামলে খেলা আবার শুরু হয়। এরপর ২২.২ ওভারে ৪ উইকেটে ৯৯ রান তোলার পর দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে যায়। হাসমতউল্লাহ শাহীদি ১৩ ও মোহাম্মদ নবী ৯ রানে অপরাজিত আছেন।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পায় কিউইরা। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে হারায় ২ উইকেটে। তাই আফগানিস্তানের বিপক্ষে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই মাঠে নেমেছে উইলিয়ামসনের দল। ট্রেন্ট বোল্ট, ম্যাট হ্যানরিদের নিয়ে গড়া পেস আক্রমণ সামলাতে হবে আফগানদের।

অন্যদিকে প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে আফগানিস্তান। পরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে সজহ ম্যাচ হেরে যায় তারা। তাই কিউইদের বিপক্ষে কঠিন হলেও ঘুরে দাঁড়াতে চায় গুলবাদিন নাঈবের দল।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, নূর আলী জাদরান, রহমত শাহ, হাসমতউল্লাহ শহীদি, মোহাম্মদ নবী, গুলবাদিন নাঈব (অধিনায়ক), ইকরাম অলিখিল, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, আফতাব আলম ও হামিদ হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App