×

খেলা

গ্লাভস বিতর্কে ধোনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০১৯, ০৩:৩৭ পিএম

গ্লাভস বিতর্কে ধোনি
বিশ্বকাপে ইতোমধ্যে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে কোহলিরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত বুধবার জয় দিয়েই শুরু করেছে রবি শাস্ত্রির শিষ্যরা। তবে ম্যাচ শেষে নতুন একটি বিতর্কের জন্ম হয়েছে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে। এ দিন ম্যাচে ভারতীয় সেনাবাহিনীর প্যারা কমান্ডো বাহিনীর প্রতীকওয়ালা গ্লাভস পরে খেলেছিলেন তিনি। তাই ধোনির এমন কাজে নাখোশ আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা ধোনিকে সেই গ্লাভস পরতে নিষেধ করেছে। তবে আইসিসির আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। দক্ষিণ আফ্রিকার সঙ্গে ম্যাচে ধোনি এমন এক গ্লাভস পরে খেলেছেন, যেখানে ভারতের প্যারামিলিটারি বাহিনীর প্রতীক আঁকা ছিল। ভারতীয় সেনাবাহিনীর প্যারা স্পেশাল ফোর্সের প্যারাসুট রেজিমেন্টের এই প্রতীককে বলা হয় বলিদান ব্যাজ। দক্ষিণ আফ্রিকার ইনিংসের ৪০তম ওভারে সেটি টিভি রিপ্লেতে সবার চোখে পড়ে। ধোনির দেশপ্রেম নিয়ে চারপাশে প্রশংসা শুরু হলেও ব্যাপারটা ভালোভাবে নেয়নি আইসিসি। আইসিসির স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের মহাব্যবস্থাপক ক্লেয়ার ফারলং সংবাদমাধ্যমকে জানান, ধোনির কিপিং গ্লাভস থেকে সেনাবাহিনীর সেই প্রতীকটি সরাতে এরই মধ্যে বিসিসিআইকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয় বিসিসিআই জানিয়েছে, ধোনির গ্লাভসের ওই প্রতীকের সঙ্গে সেনাবাহিনীর কোনো সম্পর্ক নেই। তাই ধোনি সেই গ্লাভস পরেই খেলবেন। আর ধোনি যেন সেই গ্লাভস জোড়া পরতে পারেন, সে জন্য আইসিসির অনুমতিও চেয়েছে বিসিসিআই। এ ছাড়াও ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান বিনোদ রাই এই প্রতীকের ব্যবহার করতে না পারার কোনো কারণ খুঁজে পাননি। আইসিসির নিয়ম অনুযায়ী এমন কিছু পরা যাবে না যা ব্যবসায়িক, ধর্মীয় ও সেনাবিষয়ক কোনো কিছু নির্দেশ করে। আমাদের মতে, ধোনির গ্লাভসে ধর্মীয় বা ব্যবসায়িক কোনো চিহ্ন ছিল না। প্যারা কমান্ডো বাহিনীর প্রতীকও নয় এটা। তাই বলা যায়, ধোনি আইসিসির কোনো নিয়ম ভঙ্গ করেনি। আমরা আইসিসির কাছে অনুরোধ করেছি ধোনিকে যেন এই গ্লাভস জোড়া পরতে দেয়া হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচের আগেই বিসিসিআইয়ের প্রধান নির্বাহী রাহুল জোহরি আইসিসির সঙ্গে এ ব্যাপারে আলাপ-আলোচনা করতে বসবেন। সেনাবাহিনীর সঙ্গে ধোনির সম্পর্কটা পুরনো। ২০১১ সালে সেনাবাহিনীর প্যারাসুট রেজিমেন্টের সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদ পেয়েছিলেন তিনি। ২০১৫ সালে প্যারা ব্রিগেডের সঙ্গে ট্রেনিংয়েও অংশ নিয়েছেন ধোনি। গত বছরের এপ্রিলে ভারতের অন্যতম রাষ্ট্রীয় পুরস্কার পদ্মভ‚ষণ গ্রহণ করতে রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন সেনাবাহিনীর পোশাক পরেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App