×

খেলা

সেয়ানে সেয়ানে লড়াই

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৯, ১১:০৩ পিএম

সেয়ানে সেয়ানে লড়াই
কার্ডিফকে বলা হয় টাইগারদের লাকি ভেন্যু। এ ভেন্যুতে ২০০৫ সালে অস্ট্রেলিয়াকে এবং ২০১৭ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকে চমকে দিয়েছিল টাইগাররা। আজ সেই কার্ডিফে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে টাইগাররা। এ কার্ডিফে বাংলাদেশ যে দুইটি জয় পেয়েছে তা ছিল ৫ উইকেটে এবং মাসটি ছিল জুন। আবারো সেই কার্ডিফ এবং জুন। তাই সারা বিশ্ববাসীর নজর বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ ঘিরে। বিশ্বকাপে বাংলাদেশ এ পর্যন্ত তিন বার ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে দুইবার জয় পেয়েছে। বিশ্বকাপে ইংল্যান্ডকে টানা দুই ম্যাচে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের সামনে আজ হ্যাটট্রিক জয়ের হাতছানি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ হবে বলে দুই দেশের সাবেক ক্রিকেটাররা জানিয়েছেন। কারো কারো মতে লড়াইটা হবে সেয়ানে সেয়ানে। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ২০০৭ সালে প্রথম জয় পায় ইংল্যান্ড। তার পর ২০১১ এবং ২০১৫ সালে দ্বিতীয় এবং তৃতীয় সাক্ষাতে জয় পায় টাইগাররা। ২০০৭ সালের বার্বাডোজের ব্রিজটাউনে বাংলাদেশ হেরেছিল ৪ উইকেটে। ১৪৩ রানে অলআউট হওয়া সে ম্যাচে ইংল্যান্ডের ৬ উইকেট ফেলে দিয়েছিল টাইগাররা। বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ইংলিশদের সুখস্মৃতি বলতে ওই একটি। এরপর ২০১১ বিশ্বকাপে চট্টগ্রামে শফিউল-মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং ক্রিকেট বিশ্বকেই চমকে দিয়েছিল। ৪০তম ওভারের চতুর্থ বলে টাইগারদের সংগ্রহ ছিল ৮ উইকেটে ১৬৯। ২২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ তখনো জয় থেকে ৫৭ রান দূরে। ওই অবস্থায় বাংলাদেশের নিশ্চিত হারই দেখছিলেন সবাই। এমনকি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম খালি করে দর্শকরাও বাড়ির পথ ধরেছিলেন। সে ম্যাচটিই বাংলাদেশ জিতেছিল শফিউলের দারুণ ব্যাটিংয়ে। ২০১৫ সালে অ্যাডিলেডে ইংল্যান্ডকে বাংলাদেশ ১৫ রানে হারিয়েছিল। আজ কার্ডিফে এবারের বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডকে হারিয়ে এগিয়ে যাবে মাশরাফি বাহিনী। বাংলাদেশ এবং ইংল্যান্ড দুইটি করে ম্যাচে অংশ নিয়ে একটি করে জয় পেয়েছে। মাশরাফি বাহিনী নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারালেও পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে ২ উইকেটে হেরেছে। স্বাগতিক ইংল্যান্ডেরও একই অবস্থা, নিজেদের প্রথম ম্যাচে ইয়ন মরগান বাহিনী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করার পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বিশ্বকাপ আয়োজক দেশটি। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ সম্পর্কে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হাসান শান্ত বলেন, আগের দুই ম্যাচে যারা খেলেছেন তাদের নিয়েই মাঠে নামা উচিত। একাদশে পরিবর্তন না আনার পক্ষে তিনি। এ ম্যাচে দুদলের সম্ভাবনা ফিফটি ফিফটি। বাংলাদেশ-ইংল্যান্ড সম্পর্কে সাবেক ইংলিশ পেসার লিয়াম প্লাঙ্কেট বলেন, আমরা এই বিশ্বকাপে দেখেছি বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরেছে, এটা কিন্তু অঘটন না। আমার মনে আছে যখন ইংল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছিল তখন আমরা সেটাকে অঘটন বলেছিলাম। কিন্তু এই বিশ্বকাপে তাদের কাছে হারলে আর অঘটন বলা যাবে না, তারা শক্তিশালী একটা দল। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে গতকাল বৃষ্টির কারণে অনুশীলন করতে পারেনি টাইগাররা। তারপরও ইংল্যান্ডকে হারাতে মরিয়া টাইগার বাহিনী। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মেহেরাব হোসেন অপির দৃষ্টিতে ইংল্যান্ড বধে ব্যাটসম্যানদের সঙ্গে পেসারদেরও ভূমিকা রাখতে হবে। মাশরাফি, মোস্তাফিজ এবং সাইফউদ্দিনকে বল হাতে জ্বলে উঠতে হবে। কার্ডিফের সোফিয়া গার্ডেনস দুই হাত ভরে দিয়েছে টাইগারদের। যদিও নাম পাল্টে সোফিয়া গার্ডেনস এখন সোয়ালেক স্টেডিয়াম। নাম বদলালেও কি সুখস্মৃতি মুছে ফেলা যাবে?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App