×

খেলা

শাস্তি পেয়েছে জাম্পা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৯, ০৮:৫৭ পিএম

শাস্তি পেয়েছে জাম্পা
ক্রিকেট ভদ্র লোকের খেলা এ কথা সবাই জানেন। তাই ক্রিকেট মাঠে খেলোয়াড়দের খারাপ আচরণের জন্য শাস্তি দেয়া হয়। গত পরশু চলমান বিশ্বকাপ টুর্নামেন্টে উইন্ডিজদের বিপক্ষে মাঠে নামে অজিরা। এই ম্যাচে অসদাচরণের জন্য ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে শাস্তি দিয়েছেন। আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী লেভেল ১ এর ২.৩ ধারার আইন অমান্য করার দায়ে দণ্ডিত হয়েছেন তিনি। ২.৩ ধারায় বর্ণিত, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড় যদি অকথ্য (বাজে) কোনো কথা বলতে পারবে না। ওদিন ম্যাচে উইন্ডিজদের ব্যাটিং চলার ২৯তম ওভারের এক পর্যায়ে অশালীন কথা বলেন জাম্পা। আর সেই কথা কানে যায় অনফিল্ড আম্পায়ারদের। জাম্পার এই কথার জন্য ম্যাচ রেফারি জেফ ক্রোর কাছে অভিযোগ করেন অনফিল্ড আম্পায়ার রুচিরা পালিয়াগুর্গে ও ক্রিস গ্যাফানি। পরে জাম্পাকে ডাকা হলে নিজের দোষ স্বীকার করে নেন এই বোলার। আর সেই জন্য ম্যাচ রেফারি জরিমানা না করলেও শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেন তাকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ম্যাচে ১০ ওভার বোলিং করে ৫৮ রান দিয়ে ১ উইকেট নেন জাম্পা। আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলেই একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে অথবা টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ হবেন এই বোলার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App