×

জাতীয়

বিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০১৯, ০৮:১৫ পিএম

বিরতির দাবিতে পঞ্চগড় এক্সপ্রেস আটক
বিরলে স্বল্প বিরতি ট্রেন আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেসসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানব বন্ধন করেছেন মঙ্গলপুর রেলওয়ে স্টেশন এলাকার হাজারো জনতা। মানব বন্ধনের কারণে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি প্রায় ১৪ মিনিট আটক থাকার পর মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় ট্রেনটি ছেড়ে যায়। মঙ্গলপুর রেলওয়ে স্টেশন মাস্টার নিরঞ্জন রায় জানান, মঙ্গলপুর স্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনসহ সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে স্থানীয় জনতা শুক্রবার দুপুর ২টা ৩৮ মিনিট থেকে ২টা ৫২ মিনিট পর্যন্ত ঢাকা-পঞ্চগড়-ঢাকা রুটে চলাচলকারী নতুন ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস আটক করে রাখে। বিষয়টি তিনি বিভাগীয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় ১৪ মিনিট পর ট্রেনটি মঙ্গলপুর স্টেশন ত্যাগ করাতে সক্ষম হোন। মঙ্গলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই রেজাউল ইসলাম জানান, ট্রেন আটকের সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ট্রেনটিকে স্টেশন ছাড়ার ব্যবস্থা গ্রহণ করা হয়। মানববন্ধনে মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুল, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, হাসান আলী, মিলন হোসেন, ছাত্রলীগ নেতা আমান, প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা দাবি জানান, বিরল-বোচাগঞ্জ ও কাহারোল উপজেলার যাত্রীদের সুবিধার্থে পার্শ্ববর্তী মঙ্গলপুর স্টেশনে ট্রেন থামানো হলে তিন উপজেলার জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App