×

বিশেষ সংখ্যা

স্রোতস্বিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১২:২৯ পিএম

স্রোতস্বিনী
ঘুটঘুটে অন্ধকারে তীক্ষ্ণ তর্জনী ছুড়ে বললে ‘ভালো করে দেখে নাও, ওটা নদী, স্রোতের আধার, ধরে নাও স্রোতস্বিনী নদীটাই আমি!’ তোমার তর্জনী তখনই যেন আমার দৃষ্টির কাবা হয়ে গেল! আমি সেই তর্জনী বরাবর নদীটাকে খুঁজলাম! ‘দেখছোতো তুমি?’ আমি চোখ বড় করে, চোখ পিটপিট করে, একচোখ বুঁজে, চোখের পাপড়ি দুই হাতে ফাঁক করে তাকালাম শুধুই পিচ্ছিল অন্ধকার! তোমাকে দেখবো বলে দুহাতে দুচোখ বন্ধ করে অবশেষে আমি এক স্রোতস্বিনী নদী খুঁজলাম আমার চোখের ভেতর সাদা ক্যানভাসে দেখলাম একটা বহতা নদী নিজেরই পার গিলে খেতে উথাল-পাথাল একাকার হয়ে আছে প্রগাঢ় অন্ধকারের স্রোত সেইখানে! ‘কী দেখছো, বলো? স্রোত! তোমাকে দেখছি, প্রিয় স্রোতস্বিনী নদী!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App