×

আন্তর্জাতিক

সুদানে নীল নদ থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ০৭:৪৫ পিএম

সুদানে নীল নদ থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার

সুদানের রাজধানী খার্তুমের পাশে নীল নদ থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এমন দাবি করেছে, দেশটির গণতন্ত্রপন্থী বিরোধী দলগুলো।

তারা বলছেন, গত সোমবার খার্তুমে বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর হামলায় নিহত তারা। এছাড়া ওই দিন প্রাণ হারিয়েছেন, একশোর বেশি মানুষ। নিহতের সংখ্যা কম দেখাতে অনেক মরদেহ গুম করেছে সেনারা। সোমবারের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

গত এপ্রিলে সুদানের দীর্ঘদিনের শাসক ওমর আল বশিরকে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত করার পর রাজনৈতিক অস্থিরতায় পড়ে দেশটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App