×

বিশেষ সংখ্যা

সম্প্রতি জীবন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১২:৪৫ পিএম

সম্প্রতি জীবন
ইদানীং চারদিকে বেজায় শঠতা লোভের লাভেল টান, সম্পন্ন সুখের পৈতৃক ভিটায় কম্প্র অস্থির সময় অতি দ্রুত ধাবমান। চতুর নায়ক সোনালি আঁচল ধরে নকল-যুদ্ধের মসৃণ মহড়া-শেষে ঘরে ফেরে নিপুণ সিদ্ধিতে। সমৃদ্ধ সোফায় ডুবে মাঠ আর মাঠের রোদ্দুর সাজানো আল্পনা আঁকে। সুদর্শন চতুর আবেগ ফানুসের উপমা যদিও, নিশ্চিতই মূল্যবান পুঁজি। কিন্তু মাঠ আপাতত শস্যহীন এবং জলের অথই রুপালি শস্য ছারখার কিংবা কীটনাশকের কৃপায় নির্বংশ। নৌকার খোলে বসে ঝকমকে তরুণ মুৎসুদ্দি তরল খুশিতে হাসে। শরীর অযথা স্থ‚ল তাই নির্ভর করে না কোনো মেধার উৎকর্ষে; বরং নিশ্চিন্তে লালবাতির নির্দেশ পায়ে ঠেলে অন্ধকারে ছুটে যায় লগ্নির ফোয়ারা খুঁজে; মৃগয়ার সর্বশেষ দুর্গজয়া যদিও অনেক বাকি, একমাত্র লক্ষ্য তার। নিতান্ত নির্বোধ আর অতি ধূর্ত পাশাপাশি চলে। রুপালি স্বপ্নের দাঁড় ঝুপঝাপ ওঠে নামে মসৃণ বাতাসে। তথাপি অনেক পাঁজর হাপর টানে, লক্ষ্যহীন জীবনের হিসাব মেলানো ভারী শক্ত। মুক্তি টুক্তি বহুদূর সেসব বিচার নিতান্তই পণ্ডশ্রম। সম্প্রতি সময় বড় বিবেচক, অনুকূল তাই রাতের চৌখুপি ঘরে অথবা উদ্যানে আমিষ আস্বাদ ভরা সাময়িক নিভৃত জীবন নিরাপদ অতি পুষ্টিকর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App