×

বিনোদন

রাজনীতিতে পা রাখলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১২:০৯ পিএম

রাজনীতিতে পা রাখলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ
রাজনীতিতে পা রাখলেন চিত্রনায়িকা অঞ্জু ঘোষ। বুধবার বিকালে ভারতের ক্ষমতাসীন বিজিপিতে নাম লেখান ‘বেদের মেয়ে জ্যোতস্না’ খ্যাত এই চিত্রনায়িকা। তবে ভারতীয় রাজনীতিতে যোগদান কে কেন্দ্র করে তার নাগরিকত্ব নিয়ে চলছে নানা জল্পনা। প্রশ্ন উঠছে অঞ্জু ঘোষ কি ভারতীয়, নাকি বাংলাদেশি? অঞ্জু ঘোষের জন্ম, বেড়ে ওঠা ও অভিনয় সবই ছিলো বাংলাদেশে। আসল নাম অঞ্জলি ঘোষ। জন্ম বাংলাদেশের ফরিদপুরে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেছেন তিনি। যাত্রাজগত থেকেই চলচ্চিত্র দুনিয়ায় পা রাখেন। বুধবার বিকালে সেই অঞ্জু ঘোষ বিজেপিতে নাম লেখাতেই তার নাগরিকত্ব নিয়ে উঠে আসে প্রশ্ন। যার হাত ধরে এদিন অঞ্জু ঘোষ বিজেপির পতাকা হাতে তুলে নেন সেই পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দেন, নাগরিকত্বের বিষয়ে অঞ্জু দেবীই উত্তর দিতে পারবেন। তবে অঞ্জু ঘোষ বিষয়টি নিয়ে বিশেষ কিছু বলতে না চাইলেও শুধু বলেন, আমার সবকিছুই ভারতে। ভারতের আমার পিতা মাতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ১৯৭২ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত একটানা বাংলাদেশের চট্টগ্রামের যাত্রা ও নাটকে অভিনয় করে এসেছেন অঞ্জু ঘোষ। রপর তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। ১৯৮৯ সালে বাংলাদেশের অন্যতম সফল নায়ক ইলিয়াস কাঞ্চনের সঙ্গে জুটি বেঁধে অঞ্জু ঘোষ সাড়া জাগান ‘ বেদের মেয়ে জ্যোতস্না’ ছবিতে। যে ছবি গোটা বাংলাদেশে আলোড়ন ফেলে দেয়। যার ফলশ্রুতিতে বাণিজ্যিক লাভের আশায় পশ্চিমবঙ্গের টলিউডেও তৈরি হয় ‘বেদের মেয়ে জ্যোতস্না’। যে ছবিতে অঞ্জু ঘোষের বিপরীতে অভিনয় করেন টলিউড নায়ক চিরঞ্জিত। যে ছবি পশ্চিমবঙ্গের মাটিতেও বিপুল জনপ্রিয়তা লাভ করে। এই ছবির দৌলতেই অঞ্জু ঘোষ পশ্চিমবঙ্গের মানুষের কাছে হয়ে ওঠেন পরিচিত নাম। এরপর তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসেন। কলকাতার সল্টলেক এলাকায় দীর্ঘ সময় ধরে থাকেন। সেইসঙ্গে মঞ্চেও অভিনয় করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App