×

বিশেষ সংখ্যা

মূর্খ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১২:৩৪ পিএম

মূর্খ
বসদের তোষামোদ করা এক ধরনের শিল্পকর্ম আমি শিখি নি অফিসে টেবিলের নিচে হাত বাড়িয়ে উৎকোচ গ্রহণ করা এক ধরনের পারদর্শিতা আমি দেখাতে পারি নি নববিবাহিতা স্ত্রীকে নিয়ে ঘুষের টাকায় নিত্যনতুন অলঙ্কার কিনে দেয়া একধরনের বাহাদুরি আমি সেখানেও ছিলাম অক্ষম। চাকরি জীবন শেষে লেখালেখি ধরেছি আমার ডাক্তারবন্ধু সুদৃশ্য কিছু প্যাড দিয়ে বলে, এই নাও তোমার লেখার সরঞ্জাম আমি তো পেয়েই থাকি। তুমি গল্প-কবিতা লেখ, এগুলো কাজে লাগবে। সাগ্রহে ওসব নিয়ে ডাক্তারবন্ধুকে ধন্যবাদ দেই একবারও মনে আসেনি এগুলোও উৎকোচ ডাক্তারদের দিয়ে থাকে বিভিন্ন ঔষধ কোম্পানি রোগীদের মাঝে বেশি বেশি তাদের কোম্পানির ঔষধ লিখে দেবে তাই। মূর্খরা ওসব বোঝে না, আমিও বুঝিনি বুঝেছি শুধু ডাক্তারের ভালোবাসাটাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App