×

খেলা

বিপর্যয় কাটিয়ে উঠছে অস্ট্রেলিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ০৬:১৭ পিএম

বিপর্যয় কাটিয়ে উঠছে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত।

আইসিসি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে বিপর্যয়ে পড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নটিংহামের ট্রেন্ট ব্রিজে দলীয় ২৬ রানের মধ্যে বিদায় নেন দুই ওপেনার অ্যারন ফিঞ্চ (৬) ও ডেভিড ওয়ার্নার (৩)। এরপর উসমান খাজা ব্যক্তিগত ১৩ রান করে আন্দ্রে রাসেলের বলে শাই হোপের হাতে তালু বন্দি হন। গ্লেন ম্যাক্সওয়েলও ক্রিজে স্থায়ী হতে পারেননি। দলীয় ৩৮ রানে বিদায় নেন তিনি। মার্ক স্টোইনিস ১৯ রানে আউট হলে ৭৯ রানে টপ অর্ডারের পাঁচ উইকেটে হারিয়ে চাপে পড়ে অজিরা।

তবে সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের ব্যাটে প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছে অজিরা। ৬৫ বলে ৪২ রানে অপরাজিত আছেন তিনি। ৪৫ রান নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। দু’জনে মিলে করেছেন ৬৭ রানের জুটি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩৪.৪ ওভার শেষে ৬ উইকেটে ১৭৪ রান। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারায় ওয়েস্ট ইন্ডিজ। আর আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান কোল্টার-নাইল ও অ্যাডাম জাম্পা।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, শাই হোপ, এভিন লুইজ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স, শেল্ডন কটরেল ও ওশানে থমাস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App