×

জাতীয়

বিএসএমএমইউ থেকে পেট্রলবোমা উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ০৫:৩৭ পিএম

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আবদুল হান্নানের কার্যালয়ের সামনে থেকে বুধবার রাত আড়াইটার দিকে পরিত্যক্ত পেট্রলবোমা উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

কে বা কারা নাশকতার উদ্দেশে গভীর রাতে দুটি পেট্রলবোমা ছুড়ে মারে। একটি বিস্ফোরিত হলেও আরেকটি বিস্ফোরিত হয়নি। তবে পেট্রলবোমা ততটা শক্তিশালী নয়। এর আগে সোমবার রাতে কে বা কারা রেজিস্ট্রারের কার্যালয়ের সামনে কাগজে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়।

বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বৃহস্পতিবার দুপুর ২টা ৫০ মিনিটে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার দিবাগত রাতে আনসার কমান্ডার তাকে মোবাইলে পেট্রলবোমা পড়ে থাকার সংবাদ জানায়। পরে শাহবাগ থানা পুলিশ এসে এটি উদ্ধার করে।

ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কে বা কারা এ কাজ করেছে তা খতিয়ে দেখছে পুলিশ। সম্প্রতি চিকিৎসক নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়নি অভিযোগ তুলে একদল চিকিৎসক আন্দোলন করছে। তারা নানাভাবে আগামী ১০ জুন অনুষ্ঠিতব্য চিকিৎসক নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা বন্ধ করতে হুমকি-ধামকি দিচ্ছে। তারাই এ কাজ করতে পারে বলে আমরা ধারণা করছি।

এদিকে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন। এ পেট্রলবোমা উদ্ধার ও আগুন লাগানোর ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App