×

বিশেষ সংখ্যা

অনুভূতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০১৯, ১২:৩১ পিএম

অনুভূতি
এক পড়ন্ত বিকেলে যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম মনে হয়েছিল সাক্ষাৎ রাধা যেন তুমি চুপচাপ বসে আছো আমারই সম্মুখে। সোনার বাসন-মুখে চিকচিক করে উঠেছিল সেদিন কুসুম রৌদ্রের মেহেদি, চাঁদের টুকরো কানের দুল ও কপোলের টিপ ছিল অবিকল রাধারই মতো। আমি ভীষণ চমকে গিয়েছিলাম। অনুসন্ধিৎসু চোখ আমার খুঁজছিল বারবার দূরে কোথাও কোনো স্মৃতির বাজারে, কবে সেই দেখেছিলাম কলকাতার কালীঘাটে রাধা-দুর্গা-কালী আর কতো-শতো দেবীদের প্রতিমা। স্পষ্ট মনে আছে আমার, তোমাকে যখন রাধার কল্পনায় আঁকলাম আত্মার নিভৃতে পূজক এবং পূজার্হ দুটোই হয়ে যেতে ইচ্ছে করছিল। আর তাই স্বপ্নের ভিতরে যখন তাজমহল, হৃদয়ের কোণ যখন ফুলে-ফেঁপে উঠছিল প্রেমের নির্যাসে; আমি আর একটি মুহূর্ত অপেক্ষা না করেই প্রবলভাবে জড়িয়ে ধরে তোমাকে বলেছিলাম কৃষ্ণ হতে চাই রাধা, তোমার কৃষ্ণ হতে চাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App